ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সেনবাগে ভোটকেন্দ্রে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
সেনবাগে ভোটকেন্দ্রে এক ব্যক্তির মৃত্যু প্রতীকী ছবি

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের একটি ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য পদে উপ-নির্বাচনে ভোট দিতে গিয়ে মো. খোরশেদ আলম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কেশারপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লুদুয়া কলাবড়িয়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

মো. খোরশেদ আলম একই এলাকার লুদুয়া দক্ষিণ পাড়া এলাকার জুলফিকার সাহেবের বাড়ির বাসিন্দা।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, খোরশেদ আলম ভোট দিতে এসে ভোট কেন্দ্রের বুথে ঢোকার পরে বুকে ব্যথা শুরু হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন, একপর্যায়ে বুথের ভেতরেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, সম্প্রতি ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোসদুর রহমান মুছা মিয়ার মৃত্যুতে পদটি শূন্য হয়। আজ ওই উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। ওই নির্বাচনে পাঁচ জন প্রাথী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২৮১৩ জন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।