ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পরাজিত নৌকা প্রার্থীর ভোট পুনঃগণনার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
পরাজিত নৌকা প্রার্থীর ভোট পুনঃগণনার দাবি পরাজিত নৌকা প্রার্থীর ভোট পুনঃগণনার দাবি

যশোর: যশোরের চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছেন নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী সানোয়ার হোসেন বকুল।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

লিখিত বক্তব্যে সানোয়ার হোসেন বলেন, গত ১১ নভেম্বর স্বরুপদাহ ইউনিয়নে নির্বাচনে একটি বিশেষ মহল গভীর, সুক্ষ কারচুপি ও ষড়যন্ত্র করে আমার (নৌকা) ফলাফল পরিবর্তন করেছেন। বিশেষ মহলটি স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে সুবিধা গ্রহণ করেছেন। এজন্য প্রতিটি ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর মদদে নৌকার সিল মারা ভোট বাতিল দেখানো হয়েছে।

তিনি বলেন, সুক্ষ কারচুপি করে শত শত নৌকা প্রতীকের ভোট চুরি করা হয়েছে।  ভোটের ফলাফলে চেয়ারম্যান পদে গেজেট প্রকাশ বন্ধ রেখে পুনরায় গণনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা চুন্নু মিয়া, মোস্তাফিজুর রহমান, সোহরাব হোসেন, মতিয়ার রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২১
ইউজি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।