ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

১০টা মার্ডার করা লাগলে সেটাই করবেন, আ.লীগ প্রার্থীর ছেলের ভিডিও ভাইরাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
১০টা মার্ডার করা লাগলে সেটাই করবেন, আ.লীগ প্রার্থীর ছেলের ভিডিও ভাইরাল ছবি: ভিডিও থেকে নেওয়া

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩ নম্বর জোয়াগ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর ছেলে মিজানুর রহমান খানের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

তিনি বলেন, এটা আমার নির্দেশ 'মার খেয়ে আসা যাবে না, মার দিয়ে আসতে হবে, তার জন্য যদি ১০টা মার্ডারও করা লাগে তাই করে আসবেন।

আমি বাকিটা দেখব ইনশাআল্লাহ।

ভাইরাল ভিডিওতে মিজানুর রহমান খান আরও বলেন, ঘোষণা দিয়ে যাচ্ছি, যদি আমার লোকদের এক ফোটা রক্ত ঝরে, আপনি ১০ ফোটা রক্ত নিয়ে আসবেন। বাকিটা আমি দেখবো ইনশাআল্লাহ। ছাড় দেওয়া যাবে না, এক চুল পরিমাণও ছাড় দিব না। মিজান কী জিনিস এখনও জোয়াগের অনেক লোক জানে না। জানা উচিত, যখন নমিনেশন নিয়ে আসছি তখন থেকেই জানা উচিত। ’

জোয়াগ ইউনিয়নের পাঁচপুকুরিয়া গ্রামের এক উঠান বৈঠকে এমন বক্তব্য দেন তিনি।

এসময় তার বাবা আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল আউয়ালও ওই মঞ্চে উপস্থিত ছিলেন।

আব্দুল আউয়াল বলেন, আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি পক্ষ ভিডিওটি ছড়িয়েছে।

আপনার ছেলে মার্ডার করার নির্দেশ কেন দিল- এমন প্রশ্নের জবাবে উত্তর না দিয়ে তিনি এড়িয়ে যান।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্রতিপক্ষ নিয়মিত হুমকি দিয়ে আসছে। আমার জন্য দোয়া করবেন।

চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুনতাকিম আশরাফ বলেন, এই ভিডিওটি আমি গতকাল রাতে দেখেছি। ঘটনাটি দুঃখজনক। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আমি ভিডিওটি দেখেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা করবো।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।