ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এফডিসিতে চলছে ফিল্ম ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এফডিসিতে চলছে ফিল্ম ক্লাব নির্বাচনের ভোটগ্রহণ

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’-এর নির্বাচনের ভোটগ্রহণ চলছে এফডিসিতে। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় সংগঠনটির বার্ষিক এজিএম অনুষ্ঠিত হয়।

এরপর দুপুর ২টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

জানা গেছে, ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কামাল মো. কিবরিয়া লিপু ও পরিবেশক-প্রদর্শক আতিকুর রহমান লিটন।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের সদস্যরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করে থাকেন। কামাল মো. কিবরিয়া লিপু নেতৃত্বে প্যানেলে সদস্য হিসেবে নির্বাচন করছেন- ইঞ্জিনিয়ার এম এ জাহান,পরিচালকমো. সাফি উদ্দিন সাফি, জসিম উদ্দিন, পরিচালক অপূর্ব রায়, রশিদ আমির, অভিনেত্রী রিয়ানা রহমান পলি, জসিম উদ্দিন,  শাহ মো. আলমগীর বাচ্চু, মো. এনামুল হক শাহ ( মুকুল) ও আলোচিত প্রযোজক নজরুল রাজ।

অন্যদিকে আতিকুর রহমান লিটনের নেতৃত্বে প্যানেলে আছেন সাইদুর রহমান লিটন, আবদুল রহমান, সাজেদুল হক, মো. ফরসাল।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।