ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

স্বামীর সঙ্গে ওমরাহ পালনে যেতে চান রাখি সাওয়ান্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
স্বামীর সঙ্গে ওমরাহ পালনে যেতে চান রাখি সাওয়ান্ত

সম্প্রতি ভারতীয় মডেল রাখি সাওয়ান্তকে নিয়ে বেশ চর্চা হচ্ছে। বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়ার মানহানির মামলায় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গ্রেফতারও হন তিনি।

 

এরই সঙ্গে মুসলিম যুবকের সঙ্গে এ বিতর্কিত মডেরের বিয়ের খবর সে চর্চা আরও তুঙ্গে তুলেছে।

এবার রাখি জানালেন, হানিমুনে যাওয়ার আগে স্বামী আদিল খান দুররানির সঙ্গে ওমরাহ পালনে যেতে ইচ্ছুক তিনি।

ইন্সট্যান্ট বলিউডের এক ভিডিওতে নিজের এ অভিপ্রায়ের কথা জানান রাখি।

বিয়ের পর হানিমুনের পরিকল্পনা নিয়ে রাখিকে প্রশ্ন করা হলে কিনি বলেন, হানিমুনের ভাবনা পরে। তবে স্বামী আদিলের সঙ্গে ওমরাহ পালনে সৌদি আরব যেতে চাই। ওমরাহ আদিলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আল্লাহর কাছে আশীর্বাদ চেয়ে একসঙ্গে আমাদের দাম্পত্য জীবন শুরু করতে চাই। ওখানে গিয়ে দোয়া নিয়ে যে বন্ধন শুরু হয়, তা অটুট থাকে সারাজীবন। আমি বিশ্বাস করি, যে সম্পর্ক আল্লাহ বেঁধে দেন, তা আর কেউ তা ভাঙতে পারে না।

এ সময় রাখির স্বামী আদিল বলেন, হ্যাঁ, ওমরাহ পালনে যাব আমরা শিগগিরই। তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ কাজ এখানে সেরে নিতে হবে।

গত বছরের ২৯ মে ইসলামি নিয়ম মেনে বিয়ে করেন রাখি ও আদিল। বিষয়টি নিকাহনামায় উল্লেখ রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি ইসলামের রীতিও মানতে দেখা যাচ্ছে এ মডেল-অভিনেত্রীকে।

এর আগে এক ভিডিওতে আবায়া পরে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মাকে দেখতে যাচ্ছেন রাখি।

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

বাংলাদেশ সময়: ১১৫৪, জানুয়ারি ২১, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।