ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

বিনোদন

সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের ভিডিও 

শ্রদ্ধা, উচ্ছ্বাস আর ভালোবাসার প্রতিচ্ছবিতে সিড-কিয়ারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
শ্রদ্ধা, উচ্ছ্বাস আর ভালোবাসার প্রতিচ্ছবিতে সিড-কিয়ারা কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রা

বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সাত পাকে বাঁধা পড়েছেন। রাজস্থানের জয়সালমেরে অবস্থিত সূর্যগড় প্রাসাদে জমকালো আয়োজনে বিয়ে করেন এই জুটি।

এবার বিয়ের সময়ের ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন কিয়ারা।

ভিডিওর শুরুতে সিনেম্যাটিক ভঙ্গিমায় সিদ্ধার্থকে কাছে ডাকেন কিয়ারা। এ সময় তার পরনে ছিল গোলাপি রঙের লেহেঙ্গা। মেটালিক গোল্ড শেরওয়ানিতে সিদ্ধার্থের লুকও যে তার বেশ পছন্দ হয়েছে সেটিও হাতের ইশারায় প্রকাশ করেন এই অভিনেত্রী। এ সময় দুজনের মুখেই ছিল উচ্ছ্বাসের হাসি।

উচ্ছ্বাসিত অবস্থায় মালা বদল ও সিড-কিয়ারার একে অন্যকে ভালোবেসে চুম্বনের মুহূর্ত উঠে এসেছে ভিডিওতে। এমন সময়ে তাদের ওপর গোলাপের পাপড়ির বর্ষণ হতে থাকে। তারপরেই একে দুজন দুজনের হাত ধরে অপর হাত ওপরের দিকে তুলে কতোটা উচ্ছ্বসিত তা প্রকাশ করেন সিদ্ধার্থ-কিয়ারা। ভিডিওর শেষ অংশ উঠে এসেছে প্রণামের ভঙ্গিমায় পারিস্পারিক শ্রদ্ধাবোধ।

এর আগে বিয়ের দিন রাতেই নিজ নিজ ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে বিয়ের তিনটি ছবি প্রকাশ করলেন। যে তিনটি ছবিতেও ছিল বিশেষ বার্তাও। প্রথম ছবিটি একে অপরের প্রতি হাতজোড় করে শ্রদ্ধা প্রদর্শন করছেন তারা। দ্বিতীয় ছবিতে দুজনের মুখেই উচ্ছ্বাসের হাসি। আর তৃতীয় ছবিতে চুমু!

এখানেই শেষ নয়, ছবির ক্যাপশনে দুজনেই জুড়ে দেন একই সংলাপ। তারা লেখেন, এবার স্থায়ীভাবে তুমি আমার হয়ে গেলে। আমাদের নতুন এই যাত্রাতে আপনাদের আপনাদের দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করছি।

আগামী ১২ ফেব্রুয়ারি বড় পরিসরে মুম্বাইতে হবে এই তারকা দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা। যেখানে হাজির থাকবেন বলিউডের তারকা সমাজ। এরপর দিল্লিতেও একটি পার্টি দেওয়ার পরিকল্পনা সাজিয়ে রেখেছেন তারা।

২০২১ সলের মুক্তিপ্রাপ্ত ‘শেরশাহ’ সিনেমার সেট থেকেই প্রেম শুরু হয়েছিল সিদ্ধার্থ আর কিয়ারার। দুই বছরের প্রেমের পর অবশেষে পরিণতি পেল এই সম্পর্ক।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।