ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শ্রোতারাই আমার গানের প্রাণ: ড. মাহফুজুর রহমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
শ্রোতারাই আমার গানের প্রাণ: ড. মাহফুজুর রহমান ড. মাহফুজুর রহমান

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। প্রতিবারের মতো এবারের ঈদ মাতাতে তিনি আসছেন ভিন্ন স্বাদের গান নিয়ে।

এই ঈদে দর্শকদের জন্য একক সংগীতানুষ্ঠান ‘হদয় তোমাকেই চায়’ নিয়ে হাজির হবেন ড. মাহফুজুর রহমান। বেশ কিছু রোমান্টিক গান রয়েছে এবারের অনুষ্ঠানে। বিশেষ চমক হিসেবে রয়েছে গজল সম্রাট মেহেদী হাসানের গাওয়া গজল।  

এবারের অনুষ্ঠান নিয়ে বেশ আশাবাদী ড. মাহফুজুর রহমান। একটি গণমাধ্যমকে তিনি বলেন, গানগুলো নিয়েও আমি প্রচণ্ড আশাবাদী। কেননা শ্রোতারাই আমার গানের প্রাণ। শ্রোতাদের অকুণ্ঠ ভালোবাসাই শিল্পী মাহফুজুর রহমানের এগিয়ে চলার পাথেয়।

ড. মাহফুজুর রহমানের গান নিয়ে সামাজিকমাধ্যমে বেশ আলোচনা হয়। বিষয়টি নিয়ে তিনি বলেন, আলোচনা-সমালোচনা দুটো হলেও এর মধ্যে প্রশংসাটাই বেশি। কমেন্টেই বোঝা যায় ভক্তরা আমার গান কতটা পছন্দ করেন। একসময় একটি মহল অপচেষ্টায় নেমেছিল। কিন্তু আমার ভক্তদের কাছে তারা টিকতে পারেনি।

যোগ করে তিনি বলেন, আমার দুঃখ যারা আমার সমালোচনা করেছেন তারা কেউই গঠনমূলক সমালোচনা করেননি। আমার গায়কী, সুর, তাল, লয় নিয়ে সমালোচনা করলে আমি তা সাদরে গ্রহণ করব।

গান ড. মাহফুজুর রহমানের কাছে একটা সখ। গানের প্রতি তার প্রচণ্ড ভালোবাসা কাজ করে মন থেকেই। এখন গানই তার স্বাচ্ছন্দ্যের প্রধান জায়গা, গান নিয়েই আগামীতে থাকতে চান। দর্শকরাও ভালোবেসে তার গান শুনছেন বলে তাদের প্রতি কৃতজ্ঞ তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।