ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘লাল শাড়ি’ পরিবার নিয়ে দেখার মতো সিনেমা: অপু বিশ্বাস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
‘লাল শাড়ি’ পরিবার নিয়ে দেখার মতো সিনেমা: অপু বিশ্বাস 

আসন্ন ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’। এর মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ঈদে মুক্তি প্রতিক্ষিত হাফ ডজন সিনেমার মধ্যে হল বুকিংয়ে দ্বিতীয় অবস্থানে আছে ‘লাল শাড়ি’।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজিক এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান সিনেমাটির পরিবেশক টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।  

তিনি বলেন, ঈদে আরও বেশকিছু সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। এগুলোর মধ্যে স্বাভাবিক ভাবেই শাকিব খানের প্রিয়তমা বেশি হল পাবে। তার পরই ‘লাল শাড়ি’র অবস্থান। আমরা ইতোমধ্যে ৩০-এর কাছাকাছি হল পেয়েছি।

মফস্বলের একটি তাঁতপল্লীকে ঘিরে সাজানো হয়েছে ‘লাল শাড়ি’র গল্প। তানভির সিডনির কাহিনি ও সংলাপে সিনেমার চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস।

সিনেমাটি প্রযোজনার পাশাপাশি একটি প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। সংবাদ সম্মেলনে এই চিত্রতারকা বলেন, ‘লাল শাড়ি’ পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। বাংলাদেশের কৃষ্টি-কালচার তাঁতশিল্প। শিল্পটির অনেক অজানা অধ্যায় এই সিনেমায় তুলে ধরেছি। সুতরাং আমাদের ঐতিহ্য নিয়ে সুন্দর একটা মেসেজ পাবেন দর্শক।

নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, আমাদের দেশে একসময় তাঁতশিল্প দারুণ সমৃদ্ধ ছিল। সেই শিল্প দিন দিন হারিয়ে যাচ্ছে। সেই বিষয়টিকে গল্পে উপজীব্য করেই ‘লাল শাড়ি’র কাহিনি আবর্তিত হয়েছে।

সিনেমাটিতে অপুর বিপরীতে প্রথমবার জুটি বেঁধেছে সাইমন। এতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু ও শাহেদ আলী প্রমুখ।

ঢাকার অদূরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বিভিন্ন লোকেশনে ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং হয়েছে। সিনেমাটি নির্মাণের জন্য ২০২০-২১ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পান অপু বিশ্বাস।

বাংলাদশ সময়: ১৮২৩ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।