ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিনোদন

শুভশ্রী অন্তঃসত্ত্বা, আবারো সৃজিতের সিনেমায় জয়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, জুলাই ৫, ২০২৩
শুভশ্রী অন্তঃসত্ত্বা, আবারো সৃজিতের সিনেমায় জয়া! শুভশ্রী গাঙ্গুলি- সৃজিত মুখার্জি-জয়া আহসান

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি নির্মাণ করতে যাচ্ছেন ‘দশম অবতার’ নামের নতুন সিনেমা। এতে অভিনয়ের জন্য চূড়ান্ত ছিলেন টলিউডের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি।

কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ায় সিনেমাটি করা হচ্ছে না তার।

আর এ কারণে পরিচালক সিনেমাটির প্রস্তাব পাঠিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে।

বিনোদনভিত্তিক পোর্টাল ওটিটি প্লে’কে এমনটি জানিয়েছেন সৃজিত মুখার্জি। এই পরিচালকের ভাষ্য, জয়া চরিত্রটি করছেন। বর্তমানে তিনি পাণ্ডুলিপি পড়ছেন।

এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর পর সৃজিতের সিনেমায় ফিরছেন জয়া। এর আগে পরিচালকের ‘রাজকাহিনী’ ও ‘এক যে ছিল রাজা’তে অভিনয় করেছেন জয়া আহসান।

একসময় এই পরিচালক-অভিনেত্রীর মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও সৃজিতের সঙ্গে প্রেমের খবর কোনওদিনই স্বীকার করেননি জয়া। বরাবরই এই অভিনেত্রী জানিয়েছেন, বিষয়টি পুরোটাই গুজব।  

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।