ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হলিউডের পর্দায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
হলিউডের পর্দায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির গল্প

পর্দায় উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির গল্প। এর অবলম্বনে হলিউডে একটি তৈরি করা হয়েছে ডকুমেন্টারি।

যার নাম ‘বিলিয়ন ডলার হাইস্ট’।

ডকুমেন্টারিটির গল্পে দেখানো হয়েছে, কীভাবে হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ৮১ মিলিয়ন ডলার চুরি করতে সক্ষম হয়। এছাড়া হ্যাকারদের সামান্য একটি ভুলের কারণে আরও বেশি অর্থ হাতিয়ে নেওয়া থেকে বাংলাদেশ ব্যাংক রক্ষা পায়।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, ডকুমেন্টারিটি তৈরি করেছে ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট। পরিচালক ছিলেন ড্যানিয়েল গর্ডন। ডকুমেন্টারিটি মনে করিয়ে দেয় ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা কতটা বাস্তব ছিল।

‘বিলিয়ন ডলার হাইস্ট’ তথ্যচিত্রে উঠে এসেছে কীভাবে হ্যাকাররা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন ব্যাংকিং সিস্টেম ব্যবহার করতে সক্ষম হয়। তারা সারা বিশ্বের মেসেজিং নেটওয়ার্ক ব্যাংকগুলোকে একে অপরের সঙ্গে ট্রান্সফার করে। এরপর তারা যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অবৈধভাবে ১০১ মিলিয়ন ডলার সরিয়ে ফেলে।

বিলিয়ন ডলার হাইস্টে দেখানো হয়েছে যে, কীভাবে বাংলাদেশ ব্যাংকের ডাকাতির ঘটনা ঘটে।

আগামী ১৫ আগস্ট ডকুমেন্টারিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।