ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

অভিনয়ের পর এবার কলম ধরলেন হুমা কুরেশি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
অভিনয়ের পর এবার কলম ধরলেন হুমা কুরেশি হুমা কুরেশি

বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। অভিনয়ে এক দশক পূর্ণ করার পর এবার উপন্যাস লেখার পরিকল্পনা অভিনেত্রীর।

সম্প্রতি এমনটাই জানালেন হুমা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে ভক্তদের নিজের উপন্যাস সম্পর্কে জানান তিনি। খুবই আকর্ষণীয় একটি কাহিনী নিয়ে উপন্যাস লেখার পরিকল্পনা করেছেন অভিনেত্রী।

তার উপন্যাসটির সম্ভাব্য নাম ‘জিবা: দ্য অ্যাক্সিডেন্টাল সুপারহিরো’। সামাজিকমাধ্যমে হুমা লেখেন, শেষ পর্যন্ত ঝোলা থেকে বেড়াল বেরিয়ে পড়ল। দুই বছর ধরে পরিকল্পনা করেছি। আমার কাছের মানুষরা এর মর্ম জানেন।

উপন্যাসের বিষয় এবং কাহিনীর প্রসঙ্গে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’খ্যাত অভিনেত্রী জানান, আমার প্রথম উপন্যাসে একজন লড়াকু, প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন নারীর সুপারহিরো হয়ে ওঠার কথা বলতে চেয়েছি। তারই সঙ্গে রয়েছে একাধিক চমক। বইটি আগামী ডিসেম্বর মাসে প্রকাশ পাবে।

সম্প্রতি হুমা অভিনীত চলচ্চিত্র ‘তরলা’ মুক্তি পেয়েছে। এটি রন্ধনশিল্পী তরলা দালালের বায়োপিক। সামনে হুমাকে দেখা যাবে ‘পূজা মেরি জান’ চলচ্চিত্রে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৩
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।