ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

যেমন কাটছে প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
যেমন কাটছে প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন

ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী এবারও তার জন্মদিন উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ২০২৩ সালের অক্টোবর মাসে তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন তিনি।

তারপর আর দেশে ফেরা হয়নি তার। তবে ইচ্ছে ছিল এর মধ্যে একবার দেশে ফেরার। কিন্তু আপাতত তিনি দেশে ফিরছেন না বলে জানিয়েছেন।

এদিকে মৌসুমীর জন্মদিন উপলক্ষ্যে রোববার (০৩ অক্টোবর) তার ভক্তরাও দিনটিকে বিশেষভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেও বলে জানান মৌসুমী।  

এদিকে নিজের জন্মদিন উপলক্ষ্যে তেমন বিশেষ কোনো আয়োজন নেই মৌসুমী। মৌসুমী বলেন, জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনোই পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজা’র খুব ইচ্ছে আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দেই। তো, ফাইজাকেই সময় দিব। যদি সময় সুযোগ হয় হয়তো আশেপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হবো। বাসায় আমি নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাব। সঙ্গে ফাইজার নানী ও খালামনি আছেই। তাদেরকে নিয়েই জন্মদিনের সময়টা নিজের মনের মতো করেই কাটানোর চেষ্টা করব।

তিনি বলেন, তবে খুব মিস করবো সানী আর ছেলে ফারদিনকে। তারা এই মুহুর্তে সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও অনেক বেশি ভালোলাগার, আনন্দের হয়ে উঠতো। আল্লাহ যেন তাদের ভালো রাখেন, সুস্থ রাখেন। ভক্ত দর্শক’সহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য সবার কাছে দোয়া চাই।

কবে নাগাদ দেশে ফিরতে পারেন? এমন প্রশ্নের জবাবে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, যখন সময় হবে তখনই ফিরব। এরইমধ্যে দেশে একবার ঘুরে আসার ইচ্ছে ছিল। কিন্তু শেষমেষ আর দেশে আসা হলো না। তবে সবকিছু স্বাভাবিক হলে দেশে ফেরার ইচ্ছে আছে। বাকিটা আল্লাহ জানেন।

১৯৯৩ সালের ২৫ মার্চ প্রয়াত পরিচালক সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমাতে রেশমী চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে মৌসুমী অভিষেক হয়। এতে তার বিপরীতে ছিলেন প্রয়াত অমর নায়ক সালমান শাহ।

১৯৯৬ সালের ২ আগস্ট তিনি চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন। মৌসুমী অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে- ‘দোলা’,‘আত্ম অহংকার’, ‘দেনমোহর’,‘অন্তরে অন্তরে’, ‘মাতৃত্ব’, ‘দেবদাস’, ‘বিশ্বপ্রেমিক’, ‘সুখের ঘরে দুখের আগুন’, ‘গরীবের রানী’, ‘প্রিন্সেস ডায়না’, ‘আম্মাজান’, ‘লুটতরাজ’, ‘বউয়ের সম্মান’, ‘মেঘলা আকাশ’, ‘ইতিহাস’, ‘লাল দরিয়া’, ‘তারকাঁটা’, ‘খায়রুন সুন্দরী’, ‘মোল্লাবাড়ির বউ’, ‘দুই বধূ এক স্বামী’ ইত্যাদি।

মৌসুমী পরিচালিত সিনেমা দু’টি। একটি ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ অন্যটি ‘মেহেরনিগার’। ‘মেঘলা আকাশ’, ‘দেবদাস’ ও ‘তারকাঁটা’ সিনেমাতে অভিনয়ের জন্য মৌসুমী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।