ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতে হুইনের ইতিহাস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতে হুইনের ইতিহাস

মিস ইন্টারন্যাশনাল মুকুট জিতেছেন হুইন থি থান থুই। মঙ্গলবার (১২ নভেম্বর) টোকিওতে অনুষ্ঠিত অনুষ্ঠানে ৭০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয় ছিনিয়ে নেন তিনি।

বিজয়ের মুকুট ঘরে তোলার সঙ্গে ভিয়েতনামের প্রথম বিজয়ী হিসেবে ইতিহাস গড়েছেন হুইন থি থান থুই।

বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ২২ বছর বয়সী এই সুন্দরী বলেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ভিয়েতনামের প্রথম মিস ইন্টারন্যাশনাল। অবশেষে আমি নিজেকে প্রমাণ করতে পেরেছি। ভিয়েতনামসহ সারা বিশ্বের ভক্তদের কাছ থেকে সমস্ত ভালোবাসা এবং সমর্থন পেয়েছি। সবাইকে ধন্যবাদ।

আন্তর্জাতিক মঞ্চ জয় করার আগে হুইন থি থান থুই মিস ভিয়েতনাম ২০২২-এর মুকুট জয় করেছিলন। মিস দা নাং ইউনিভার্সিটি ২০২১ এবং মিস এলিগ্যান্ট স্টুডেন্ট দা নাং ২০২১-এ প্রথম রানার-আপ হয়েছিলেন।

২০০২ সালে জুলাই মাসে জন্মগ্রহণ করা হুইন থি থান থুই ছোটবেলা থেকেই মডেলিংয়ে বেশ আগ্রহী ছিলেন। নিজের দেশের র‌্যাম্পে হেঁটেছেন বহুবার। সেই সঙ্গে বেশ কয়েকটি ব্র্যান্ডের জন্য মডেলিং হিসেবেও কাজ করেছেন। এছাড়া সিউল ফ্যাশন সপ্তাহে মঞ্চেও তার উপস্থিত ছিল।

এসবের পাশাপাশি একটি ক্যান্সার প্রতিরোধ সামাজিক কর্মকাণ্ডের জন্য তিনি পরিচিত মুখ।  

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।