ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

বিনোদন

‘গ্র্যান্ড থার্টির আশা ছিল, কিন্তু নিয়তির ভাবনা আঁচ করা যায়নি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
‘গ্র্যান্ড থার্টির আশা ছিল, কিন্তু নিয়তির ভাবনা আঁচ করা যায়নি’

অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রহমানের আশা ছিল একসঙ্গেই বিয়ের তিরিশতম বছর উদযাপন করবেন। কিন্তু তা আর হল না।

এই তারকা ও তার স্ত্রী সায়রা বানু বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। সামাজিকমাধ্যমে বেদনাদায়ক পোস্টের মাধ্যমে এই বিচ্ছেদের খবর জানান এ আর রহমান।

১৯৯৫ সালে রহমান ও সায়রা বানুর বিয়ে হয়েছিল। দেখাশোনা করেই নাকি এই বিয়ে হয়েছিল। কিন্তু দীর্ঘ ২৯ বছর তারা একসঙ্গে কাটিয়েছেন। তাদের সংসার আলো করেছে খতিজা, রহিমা ও আমিন তিন সন্তান। মেয়ে খাতিজার বিয়েও হয়ে গেছে।  

বিয়ের এত বছর পর আচমকা কেন বিচ্ছেদের পথে হাঁটলেন রহমান ও সায়রা? এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে রহমান নিজের ও সায়রার যৌথ বিবৃতি শেয়ার করেছেন। যাতে জানানো হয়, দাম্পত্যের তিরিশ বছরের জন্য অনেক প্রত্যাশা ছিল এ আর রহমান ও তার স্ত্রীর। কিন্তু তা হল না।  

বিবৃতিতে লেখা হয়, আমরা গ্র্যান্ড থার্টিতে পৌঁছে যাব এই আশা ছিল। কিন্তু নিয়তির যে অন্য ভাবনা ছিল আর তা আগে থেকে আঁচ করা যায়নি। ভাঙা মনের ভারে ঈশ্বরের আসনও তো টলে যায়। তবুও এই ছিন্নভিন্ন সম্পর্কে আমরা মানে খুঁজতে থাকি। যদিও এই ভাঙা টুকরো গুলো আবার আগের মতো জোড়া লাগানো সম্ভব নয়। জীবনের এই ভঙ্গুর অধ্যায়ে আমাদের প্রাইভেসিকে সম্মান করার জন্য় আর মহানুভবতার জন্য বন্ধুদের ধন্যবাদ জানাই।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এনএটি 

https://twitter.com/arrahman/status/1858943507777409526
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।