ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

নতুন বছরে আরও ভালো কাজের চেষ্টা করব: শাকিব খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
নতুন বছরে আরও ভালো কাজের চেষ্টা করব: শাকিব খান

চলতি বছর মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত তিনটি সিনেমা। এগুলো হচ্ছে- ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’।

এরমধ্যে ‘তুফান’ রীতিমতো ঝড় তুলেছে সিনেমা হলে। এটি দেখার জন্য সিনেমা হলে উপচেপড়া ভীড় ছিল দর্শকের। অন্যদিকে বাকি দুটি সিনেমাও কমবেশি সাড়া ফেলেছে।

এবার বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) নিজের সালতামামি নিয়েই যেন হাজির হলেন শাকিব খান! দর্শক-অনুরাগীদের নতুন বছরের (২০২৫) শুভেচ্ছাও জানিয়েছেন।

ঢালিউডের কিং খান লেখেন, সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আরেকটি বছর শেষ হতে চলল। বরাবরের মতো এবারও আমার সিনেমাগুলোর প্রতি আপনারা যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

যোগ করে তিনি আরও লেখেন, পরিবার-পরিজন, প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে আপনারা প্রেক্ষাগৃহে এসে সিনেমাগুলো দেখেছেন, গল্পগুলোকে আপন করে নিয়েছেন- এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি প্রতিটি সিনেমা আপনাদের জন্যই করি। আপনাদের হাসি, কান্না, আবেগ-অনূভুতি এবং ভালোলাগার মুহূর্তগুলো আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

সবশেষে নতুন বছরেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় শাকিবের। তিনি লেখেন, নতুন বছরে আরও ভালো কাজ নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। চলুন, সবাই মিলে আমাদের সিনেমা এবং সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাই। বিশ্ব দরবারে আমাদের বাংলা সিনেমাকে নিয়ে গর্ব করি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।