ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

এক্সাইটেড মেহজাবীন, ২০২৫ নিয়ে দিলেন যে বার্তা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এক্সাইটেড মেহজাবীন, ২০২৫ নিয়ে দিলেন যে বার্তা মেহজাবীন চৌধুরী

‘২০২৫ নিয়ে আমি খুব এক্সাইটেড! চাই আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হোক, আরও বেশি কাজের সুযোগ হোক। সিনেমার সংখ্যা যেন এই বছরের তুলনায় দ্বিগুণ হয়।

ওটিটি কনটেন্টে আমরা যেন নেক্সট লেভেলে যেতে পারি আর নাটকের মান যেন আরও ভালো হয়, সুন্দর সুন্দর গল্প যেন আরও বেশি উঠে আসে। ’

রাত পোহালেই নতুন বছর- ২০২৫ সাল। পুরনো ক্যালেন্ডারের স্থানে শোভা পাবে নতুন ক্যালেন্ডার। এমন মুহূর্তে নিজের অনুভূতি প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেখানে দেশীয় চলচ্চিত্র, নাটক ও ওটিটি’র বিষয়ে এমন প্রত্যাশা ব্যক্ত করেন এই অভিনেত্রী।  

সব মিলিয়ে, বিদায়ী বছরটি (২০২৪) অভিনেত্রীর জন্য বেশ তাৎপর্যময়। চলচ্চিত্রে অভিষেক হয়েছে ছোট পর্দার নন্দিত এই তারকার। নিজের চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ ও ‘সাবা’কে নিয়ে ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।  

বছরের শেষ দিন মেহজাবীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ২০২৪-এ যাদের সঙ্গে দেখা হয়েছে, কাজ হয়েছে, বা যারা আমার জীবনে কোনোভাবে জায়গা করে নিয়েছেন, সবাইকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই। সত্যি বলতে, আমার চারপাশে এত ইতিবাচক মানুষ ছিল যারা আমার কঠিন সময়গুলো সহজ করেছে। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও আমাকে এতটা স্বাচ্ছন্দ্য বানিয়েছে যে আমি নিজের মতো করে কাজ করতে পেরেছি আর আরও ভালোভাবে পারফর্ম করতে পেরেছি।

তিনি বলেন, আমি সত্যিই ভাগ্যবান যে ‘প্রিয় মালতী’ এবং ‘সাবা’ সিনেমাগুলোর মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, যেমন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, আল্টারনেটিভা ফিল্ম ফেস্টিভ্যাল এবং রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিবার যখন আমার সিনেমার নামের সঙ্গে বাংলাদেশ বলে ঘোষণা করা হয়েছে, আমার হৃদয় গর্বে ভরে উঠেছে।

পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেহজাবীন বলেন, আমার পরিবারকে নিয়ে বলতে গেলে, তাদের জন্যও আমি খুব কৃতজ্ঞ। তারা সবসময় আমাকে বুঝেছে, সাপোর্ট করেছে, যদিও আমি ঠিকমতো সময় দিতে পারিনি। তবুও তারা সবসময় আমার পাশে ছিল, আর আমি তাদের সঙ্গেই ছিলাম, অন্তত মন থেকে। তবে প্রতিজ্ঞা করছি, আগামী বছর আমি আরও বেশি সময় বের করার চেষ্টা করব পরিবারের জন্য।

চলতি বছর আলোচনায় এসেছে মেহজাবীন অভিনীত বেশকিছু কাজ। দর্শকের বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনারা এই বছরের ‘আরারাত’, ‘তিথিডোর’, ‘ফরগেট মি নট’ আর ‘প্রিয় মালতী’- এই চারটি প্রজেক্টকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, তা অভূতপূর্ব! একজন অভিনেতা হিসেবে এই বছরটা সত্যিই অসাধারণ ছিল, আর আমি এর থেকে বেশি কিছু চাইতেও পারতাম না।

এ ছাড়া সম্প্রতি অভিনয়ে নাম লেখিয়েছেন মেহজাবীনের ছোট বোন মালাইকা চৌধুরী। মুক্তি পেয়েছে তার প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’। এ বিষয়েমেহজাবীন বলেন, আরেকটা জিনিস নিয়ে আমি খুব খুশি- মালাইকা। আমার ছোট বোনের প্রথম টিভিসি আর প্রথম নাটকের জন্য আপনারা যেভাবে তাকে ভালোবাসা দিয়েছেন আর গ্রহণ করেছেন, তা আমাদের পুরো পরিবারের জন্য অনেক বড় ব্যাপার। তার জন্য আপনাদের এই ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত।

নতুন বছর উদযাপনে ভক্তদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন মেহজাবীন। তিনি বলেন, শেষে একটা কথা বলি- আমরা সবাই যেন এই দেশের দায়িত্বশীল নাগরিক হই। এমন কিছু করা থেকে বিরত থাকি যা আমাদের আশেপাশের মানুষ, প্রাণী বা পরিবেশের ক্ষতি করতে পারে। আমরা জানি ফায়ারওয়ার্কসের (আতশবাজি) কী কী সমস্যা, আর এটা জীবজগতের ওপর কীভাবে প্রভাব ফেলে। তাই এই কাজগুলো না করে দায়িত্বশীল থাকি।

সবশেষে সৃষ্টিকর্তার কাছে নিজের সন্তুষ্টি প্রকাশ করে অভিনেত্রী বলেন, জীবনটা উপভোগ করি, আমাদের প্রিয়জনদের সঙ্গে সময় কাটাই, আর নতুন দিনের স্বপ্ন দেখি।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।