ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

হাজার কোটি টাকার জটিলতার গল্পের ওয়েব ফিল্ম প্রকাশ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
হাজার কোটি টাকার জটিলতার গল্পের ওয়েব ফিল্ম প্রকাশ!

হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নিতে জটিলতা লেগে যায় শহরে। এই টাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে শহরের প্রভাবশালী মাফিয়া থেকে শুরু করে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী, ব্যবসায়ীসহ অনেকেই।

এত কিছুর পরেও কি আদৌ সেই টাকা কারও হাতে আসে? এমন রহস্য নিয়ে নির্মাতা রায়হান রাফী নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) এটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে।  

‘ব্ল্যাক মানি’ সিরিজের নামকরণের বিষয়ে রাফী বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে বড় সমস্যা হলো ব্ল্যাক মানি। আমরা অনেক দিন ধরেই শুনছি কালোটাকা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে কাজ অনেক দিন হলো কাজ করা ইচ্ছে ছিল। এর আগে আমি সিনেমা ও ওয়েব ফিল্ম বানিয়েছি কিন্তু ওয়েব সিরিজ বানাইনি। তাই মনে হয়েছে জীবনের প্রথম ওয়েব সিরিজ এমন একটি কনটেন্ট দিয়েই শুরু করি। এ ছাড়া আমি বাস্তব গল্পের ছোঁয়ায় সিনেমা বানাতে চাই বলেই এমন একটি গল্প পছন্দ করেছি। যার নাম দেখেই দর্শক কিছুটা বুঝতে পারছেন।

গেল বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে পরিচালক রায়হান রাফী জানিয়েছিলেন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র কথা। আনুষ্ঠানিকভাবে সেদিন সংবাদ সম্মেলনে জানান, এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক রুবেল।  

এর আগে সিরিজটির বিষয়ে রুবেল বলেছিলেন, রায়হান রাফী মানেই এখন অন্য কিছু। তার প্রমাণ আমরা গত কয়েক বছরে পেয়েছি। তিনি যখন আমাকে ফোন করে ‘ব্ল্যাক মানি’র কথা বলেছেন, আমি তার কথা ফেলতে পারিনি। এটার মাধ্যমে ওয়েব সিরিজ জগতে আমার প্রবেশ ঘটছে। এখানে আমার সঙ্গে দুর্দান্ত কিছু শিল্পী কাজ করেছেন।

এতে চিত্রনায়ক রুবেল ছাড়াও আরও অভিনয় করেছেন পূজা চেরী, সালাউদ্দিন লাভলু, সুব্রত, শিবা শানু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, পাভেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।