ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে যেসব সিনেমা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে যেসব সিনেমা

ঢাকা: ৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে ১১ জানুয়ারি শুরু হয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবের আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ।

 

শুক্রবার (১৭ জানুয়ারি) উৎসবের সপ্তম দিন রয়েছে একাধিক সিনেমার প্রদর্শনী।

জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে বিকেল ৩টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে ইরানের সিনেমা ‘মারিয়া’। এশিয়ান কম্পিটিশন বিভাগে বিকেল ৫টায় দেখানো হবে ফিলিপাইনসের সিনেমা ‘দ্য গার্ডিয়ান অব অনার’। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্যানারোমা : ফুল লেনথ্ বিভাগে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘প্রিয় মালতী’। এটি নির্মাণ করেছেন শঙ্খ দাশগুপ্ত। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। বিভিন্ন চরিত্রে আরও আছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বিকেল ৩টায় সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে ফ্রান্স, জার্মানি ও টোগোর যৌথ প্রযোজনার সিনেমা ‘টোগোল্যান্ড’। একই বিভাগে বিকেল ৫টায় দেখানো হবে সৌদি আরবের সিনেমা ‘... সিগনোর’। বাংলাদেশ প্যানারোমা: ট্যালেন্ট বিভাগে সন্ধ্যা ৭টা থেকে ধারাবাহিকভাবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা ‘নো ল্যান্ডস টক’, পরিচালনায় রাশেদুল রনি; ‘রাজিয়া’, পরিচালনায় আরফিন ইসলাম; ‘গ্রো উইথ দ্য ফ্লো’, পরিচালনায় ফাতিহা তৈয়ারা; ‘এ লেজি নুন’, পরিচালনায় মনন মুনতাকা; “ম’আদার”, পরিচালনায় সিজান আজমির এবং ‘পৈতৃক ভিটা’, পরিচালনায় মোবারক হোসেন।

শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে ফিলিপাইনসের সিনেমা ‘আন্ডার আ পিয়াআ মুন’। ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে দুপুর ১টায় দেখানো হবে চীনের সিনেমা ‘আই লাভ ইউ, টু দ্য মুন, অ্যান্ড ব্যাক’। বিকেল ৩টা ৩০ মিনিটে এশিয়ান কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে কাজাখস্তানের সিনেমা ‘ডিল অ্যাট দ্য বর্ডার’। বাংলাদেশ প্যানারোমা: ফুল লেনথ্ বিভাগে বিকেল ৫টা ৩০ মিনিটে দেখানো হবে বাংলাদেশের সিনেমা ‘শরতের জবা’। এটি নির্মাণ করেছেন কুসুম শিকদার, পাশাপাশি প্রধান চরিত্রেও দেখা গেছে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া প্রমুখ।

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় সকাল ১০টা ৩০ মিনিটে এশিয়ান কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে ইরান ও কাজাখস্তানের যৌথ প্রযোজনার সিনেমা ‘মেলোডি’। একই বিভাগে দুপুর ২টা ৩০ মিনিটে দেখানো হবে দক্ষিণ কোরিয়ার সিনেমা ‘ইসল অব স্ন্যাকস’। বিকেল ৪টা ৩০ মিনিটে সিনেমা অব দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে ক্রোয়েশিয়া, জার্মানি, মন্টিনিগ্রো ও সার্বিয়ার যৌথ প্রযোজনার সিনেমা ‘দ্য টাওয়ার অব স্ট্রেংথ’।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।