ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

বিনোদন

বান্ধবীর সঙ্গে ঘর বাঁধলেন দর্শন রাভাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৭, জানুয়ারি ১৯, ২০২৫
বান্ধবীর সঙ্গে ঘর বাঁধলেন দর্শন রাভাল

সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের জনপ্রিয় গায়ক দর্শন রাভাল। বিয়ের ছবি পোস্ট করেন সুখবরটি জানিয়েছেন তিনি নিজেই।

শনিবার রাতে সামাজিকমাধ্যমে বিয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেন দর্শন। এর ক্যাপশনে তিনি লেখেন, আমার আজীবনের প্রিয় বন্ধু।

জানা গেছে, বান্ধবী ধরাল সুরেলিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধে জীবনের নতুন ইনিংস শুরু করলেন দর্শন।

বিয়ের অনুষ্ঠানে দর্শনের পরনে ছিল আইভরি রঙের শেরওয়ানি। অন্যদিকে, ধরল বেছে নিয়েছিলেন ক্লাসিক লাল রঙের ট্রাডিশনাল লেহেঙ্গা।

দর্শনের স্ত্রী সম্পর্কে জানা গেছে, তিনি (ধরাল) একজন আর্কিটেক্ট। এছাড়াও তিনি একজন প্রফেশনাল ডিজাইনার পাশাপাশি উদ্যেক্তা।

দর্শন একাধারে গায়ক, সুরকার এবং গীতিকার। ২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর খ্যাতি অর্জন করেন।  ‘তুম হি আনা’, ‘রাতই রহে’, ‘ভুল জানা’ ইত্যাদি গান তার দর্শকদের মনে এক আলাদা জায়গা দিতে বাধ্য করেছে।

শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলুগু সিনেমায়ও দর্শন রাভাল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি লেখা ও সুর করায়ও সুনাম আছে তার।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।