ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

যে কারণে ‘রিকশা গার্ল’ দেখার আহ্বান নভেরার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
যে কারণে ‘রিকশা গার্ল’ দেখার আহ্বান নভেরার

এই সময়ের অভিনেত্রী নভেরা রহমান অভিনীত ‘রিকশা গার্ল’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ২৪ জানুয়ারি। এটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী।

এর কেন্দ্রীয় চরিত্র ‘নাঈমা’ চরিত্রে অভিনয় করেছেন নভেরা।

পরিচালকের প্রত্যাশা, নভেরা তার অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করবেন। কারণ নাঈমা চরিত্রটিকে ঘিরে নভেরাকে নিয়ে যে প্রত্যাশা ছিল পরিচালকের তার চেয়ে বহুগুণ ভালো অভিনয় করেছেন। তাই শুধু পরিচালকের নয় ‘রিকশা গার্ল’ সংশ্লিষ্ট সকলেই প্রত্যাশা ‘নাঈমা’ চরিত্র দিয়ে দর্শককে মুগ্ধ করবেন, চমকে দিবেন নভেরা।

ছোট্টবেলায়, মাত্র চার বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘দূরে কেথাও’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে নভেরার অভিনয়ের দুনিয়ায় পথচলা শুরু। তবে এই শুরুটা অন্য অনেক অভিনেত্রীর মতো স্বাভাবিক শুরু নয়। বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী সুমিতা দেবীর কোলে নভেরার অভিনয়ে যাত্রা শুরু।

নভেরার মা মোমেনা চৌধুরী এদেশের বিশেষত মঞ্চপ্রেমী দর্শকের ভীষণ প্রিয় একজন অভিনেত্রী। টিভি নাটকেও যিনি দর্শককে মুগ্ধ করেছেন বহু নাটকে অভিনয় করে। সেই মোমেনা চৌধুরীর সুযোগ্য উত্তরসূরী নভেরা রহমান।

নভেরা রহমান শতভাগ মনোযোগ দিয়ে ‘রিকশা গার্ল’র নভেরা চরিত্রে অভিনয় করেছেন। হলে গিয়ে সিনেমাটি দেখার জন্য দর্শকের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী।

কেন দেখা উচিত ‘রিকশা গার্ল’, এমন প্রশ্নের জবাবে নভেরা রহমান বলেন, রিকশা গার্ল সিনেমার যে গল্প, এই ধরনের গল্পের সিনেমা এর আগে দর্শক দেখেননি এবং আগামীতেও এই ধরনের গল্পে সিনেমা নির্মাণ হবে কী না তা অনিশ্চিত। নাঈমা একজন আর্টিস্ট, তার স্বপ্ন ছিল বড় আর্টিস্ট হবার। কিন্তু জীবনের প্রয়োজনে রাজধানীতে এসে সে ছেলে সেজে রিকশা চালায়। আমার কাছে মনে হয়েছে এই সিনেমাটিতে আমার অভিনয় করা যেতে পারে। তাই বলা যেতে পারে এই চরিত্রটিতে প্রবল আগ্রহ নিয়েই অভিনয় করা।

নভেরা আরও বলেন, অভিনয় কেমন করেছি, সিনেমার গল্পটাই বা কেমন-সবকিছু জানতে দর্শককে দেখতে হবে। হলে এসে সিনেমাটি দেখার আহ্বান রইলো।

নভেরা দেশের বাইরে কানাডায় অর্থনীতি ও থিয়েটার বিষয়ে পড়াশুনা করেছেন। দু’বছর আগে লণ্ডনের একটি ইউনিভার্সিটি থেকে প্রযোজনা বিষয়ে মাস্টার্স করেছেন। দেশে ফিরে তিনি রুবায়েত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ (বাংলাদেশে শিমু নামে সিনেমাটি মুক্তি পায়) সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা মান্নান হীরার ‘৭১-এর ক্ষুদিরাম’। কিছু নাটক ও শর্ট ফিল্মেও অভিনয় করেছেন নভেরা।

উল্লেখ্য, রিকশা গার্ল এ পর্যন্ত বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে দেখানো হয়। অবশেষে বাংলাদেশের দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।