ঢাকা, শনিবার, ১৪ চৈত্র ১৪৩১, ২৯ মার্চ ২০২৫, ২৮ রমজান ১৪৪৬

বিনোদন

১৩ বছর ধরে তুমি আমার শক্তি: মেহজাবীনের বিষয়ে রাজীব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
১৩ বছর ধরে তুমি আমার শক্তি: মেহজাবীনের বিষয়ে রাজীব আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব ভালোবেসে বিয়ে করেছেন। গেল সোমবার জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

ওদিনই প্রেম ও বিয়ে নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন মেহজাবীন।

এবার অনুভূতি প্রকাশ করলেন নির্মাতা রাজীবও। নিজের ফেসবুকে স্ত্রী মেহজাবীনের একটি ছবি এবং তাদের তোলা প্রথম সেলফি ফেসবুকে শেয়ার করেন রাজীব।  

ক্যাপশনে এই নির্মাতা লেখেন, আমি একজন সাধারণ মানুষ। শিল্প সৃষ্টির জন্য চেষ্টা করে যাচ্ছি। দেখতে এবং প্রতিভায় আমি সরল। তবুও, কোনো না কোনোভাবে, ঈশ্বর আমাকে আমার প্রাপ্যের চেয়েও বেশি আশীর্বাদ করেছেন। আমি মনে করি তিনি আমার প্রতি অনুগ্রহ করেন এবং এখন তিনি আমাকে তোমাকে দিয়েছেন যা সবচেয়ে সুন্দর এবং মূল্যবান উপহার।

যোগ করে মেহজাবীনের উদ্দেশ্যে রাজীব লেখেন, ১৩ বছর ধরে তুমি আমার শক্তি, আমার ত্রাণকর্তা এবং আমার সেরা বন্ধু। চিরকাল এখানেই থাকো, মেহজাবীন চৌধুরী।

মুহূর্তের মধ্যে রাজীবের এই পোস্টে মন্তব্য করেন তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন শাহনাজ খুশী, চয়নিকা চৌধুরী, শ্যামল মাওলা, জিনাত সানু স্বাগতাসহ অনেকেই।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।