নিজ বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তেলুগু গায়িকা ও অভিনেত্রী কল্পনা রাঘবেন্দ্রভ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে।
হাসপাতালে নিয়ে যাওয়া হলে জানা যায়, ঘুমের ওষুধ খেয়েছিলেন কল্পনা। কেন তিনি এমনটা চেষ্টা করেছেন, তা এখন পর্যন্ত জানা যায়নি। তবে গায়িকার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
পুলিশ সূত্রে খবর, গায়িকা কল্পনা রাঘবেন্দর নিজের বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেন। কল্পনার অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের সংগঠনের পক্ষ থেকে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে পৌঁছায়।
এবিপি দেশমের প্রতিবেদন অনুসারে, নিরাপত্তাকর্মীরা লক্ষ্য করেন কল্পনার বাড়ি দুই দিন ধরে বন্ধ ছিল। তখন তিনি বিল্ডিং কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার সময় তার স্বামীও চেন্নাইয়ে ছিলেন।
পুলিশ কল্পনাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন চিকিৎসকের কথায়, ঘুমের ওষুধ খেয়েছিলেন গায়িকা। তবে এই মুহূর্তে বিপদমুক্ত এবং জ্ঞান ফিরলেই সব কিছু জানা যাবে।
মাত্র ৫ বছর বয়সে সঙ্গীত জীবন শুরু কল্পনার। ২০১০ সালে স্টার সিঙ্গেলস মালয়ালম পুরস্কার জিতেছিলেন। এর পর থেকেই তিনি জনপ্রিয়তার শীর্ষে। ইলায়ারাজা এবং এ আর রহমানের মতো কিংবদন্তি সুরকারদের সঙ্গেও কাজ করেছেন কল্পনা। ১৫০০টিরও বেশি গান রেকর্ড করেছেন এই শিল্পী।
কল্পনা বেশ কিছু ধারাবাহিকে অভিনয়ও করেছেন। ১৯৮৬ সালে কমল হাসানের ‘পুন্নাগাই মান্নান’ সিনেমায় তিনি ক্যামিও চরিত্র করেছিলেন। এ ছাড়াও তিনি ‘বিগ বস তেলুগু’ (সিজন ১)-এর একজন প্রতিযোগীও ছিলেন। ২০২৪ সালে তেলুগু সিনেমা ‘কেশব চন্দ্র রামাবত’র ‘তেলঙ্গানা তেজম’ গানটি গেয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৫
এনএটি