আমাদের আশেপাশে বহু ধরনের চোর রয়েছে। আবার গৃহস্থও নানান কৌশল অবলম্বন করে চোরকে পাকড়াও করছে।
‘আধুনিক চোর’ চরিত্রে অভিনয় করেছেন তারিক স্বপন। আর সহযোগী চোরের ভূমিকায় রয়েছেন তার স্ত্রী আঁখি চৌধুরী। আরও অভিনয় করেছেন- কাজী রাজু, সায়কা আহমেদ, ফরিদ হোসেন, স্নিগ্ধা হোসেন, ঋকি রাফাত, এবি রশিদ প্রমুখ।
সাংবাদিক ও নাট্যকার জাহিদুল ইসলাম বলেন, পৃথিবীতে সবকিছু যখন এগিয়ে যাচ্ছে, তাহলে এই চুরিশিল্প কেন পিছিয়ে থাকবে। এমনই কনসেপ্ট নিয়ে নটবর লাল ও ডোরিস আধুনিক চুরির কৌশল অবলম্বন করে। কৌশলগত দিক দিয়ে নটবর লাল ও ডোরিস মনে করে তারাই পৃথিবীর শ্রেষ্ট চোর। যেখানে দেশ থেকে সিঁধেল চোর প্রায় হারিয়ে গেছে, সেখানে আধুনিক চুরির চিত্রটিই ফুটিয়ে তুলা হয়েছে বিভিন্ন নাটকীয়তার মাধ্যমে। নটবর লাল ও ডোরিসের জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে মজার এই নাটকের চিত্রনাট্য করেছি। আশা নাটকটি দর্শকদের ভালো লাগবে।
পরিচালক নাজনীন হাসান খান বলেন, যুগে যুগে সবকিছুই আধুনিক হয়, সে জায়গায় চোর কেন পিছিয়ে থাকবে। চোর তার চুরির ধরণ নিয়ে পরিবর্তন ঘটিয়ে আধুনিকতার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করে। গল্পটির কনসেপ্ট শুনে নির্মাণ করার জন্য আমি উদগ্রীব হয়ে যাই। অসাধারণ গল্প। আশা করি এই গল্পে দর্শক আনন্দ পাবে।
একটি বেসরকারি টিভিতে ‘আধুনিক চোর’ দেখা যাবে আসছে ঈদ-উল-ফিতরের অনুষ্ঠানে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
এনএটি