ঢাকা, সোমবার, ১৭ চৈত্র ১৪৩১, ৩১ মার্চ ২০২৫, ০০ শাওয়াল ১৪৪৬

বিনোদন

সহ-অভিনেত্রী কেড়ে নেন প্রীতির প্রেমিককে!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
সহ-অভিনেত্রী কেড়ে নেন প্রীতির প্রেমিককে! প্রীতি জিনতা

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা ২০১৬ সালে বিয়ে করেন মার্কিন নাগরিক জেন গুডএনাফকে। জেন পেশায় ফিনান্সিয়াল অ্যানালিস্ট।

বলিউড থেকে দূরে স্বামীর সঙ্গে বৈবাহিক জীবন উপভোগ করছেন প্রীতি। তবে প্রীতির প্রেমিক ভাগ্য বরাবরই খারাপ।

ভারতীয় শিল্পপতি ধনকুবের নেস ওয়াদিয়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অভিনেত্রী। যদিও তিক্ততার মধ্যে দিয়ে তাদের সম্পর্ক শেষ হয়। ২০১৩ সালে পুলিশের দ্বারস্থ হন প্রীতি। নেসের বিরুদ্ধে তার অভিযোগ ছিল, প্রকাশ্যে তাকে অপদস্থ করেছেন নেস। সহকর্মী, বন্ধু এবং পরিজনদের সামনে নেসের জন্য তাকে লজ্জায় পড়তে হয়েছে।

শুধু নেস নন, আরও এক বিদেশী প্রেমিক ছিল প্রীতির। তবে ‘দিল চহতা হে’ সিনেমার সহ-অভিনেত্রী নাকি কেড়ে নেন প্রীতির প্রেমিককে!

অভিনেত্রী সুচিত্রা পিল্লাইয়ের স্বামীর সঙ্গেও সম্পর্ক ছিল প্রীতির। ‘দিল চহতা হে’ সিনেমাতে দু’জনে একসঙ্গে কাজও করেছেন। যদিও প্রীতির সঙ্গে কখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল না বলেই জানান সুচিত্রা। সেই সময় নাকি অনেকের প্রেমিক ছিনতাই করেছেন বলে তকমা পান সুচিত্রা। তবে প্রীতির সঙ্গে তার স্বামীর সম্পর্ক ভেঙে যাওয়ার নেপথ্যে সুচিত্রার কোনও হাত ছিল না বলেই জানান।

সুচিত্রার কথায়, স্বামী লার্স কেজেলডেন আগে প্রীতির সঙ্গে সম্পর্কে ছিলেন। ওদের বিচ্ছেদে আমার কোনও প্রভাব নেই। প্রীতি এবং আমি কখনওই বন্ধু ছিলাম না। আমরা পরিচিত ছিলাম। কিন্তু, হ্যাঁ, লার্স কেজেলডেন কিছু সময়ের জন্য প্রীতির সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু আমার সঙ্গে দেখা হওয়ার আগে তাদের প্রেম ভেঙে যায়, এটাই সত্য। আমি তাদের মাঝখানে আসিনি, তারা সম্পূর্ণ ভিন্ন কারণে আলাদা হয়ে গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।