ঈদে দর্শকদের সবচেয়ে বড় বিনোদনের মাধ্যম সিনেমা। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে প্রতিবারই প্রেক্ষাগৃহে মুক্তি পায় নতুন নতুন চলচ্চিত্র।
ঈদে মুক্তি মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। সিনেমাটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। সিনেমাতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ‘বরবাদ’ মুক্তি পেয়েছে ১২০টি হলে।
এছাড়াও শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমাটিও মুক্তি পেয়েছে এবারের ঈদে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত সিনেমাটিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। এতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, ঝুনা চৌধুরী, অরুণা বিশ্বাস, তারানা রিয়া, এস. এম. মহসিন, মারুফ খানসহ অনেকে। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে সিনেমাটি মুক্তি পেয়েছে ২১টি হলে।
এবারের ঈদে দ্বিতীয়বারের মতো বড় পর্দায় হাজির হয়েছেন আফরান নিশো। ‘দাগি’ নামের সিনেমার মূল চরিত্রে রয়েছেন তিনি। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটিতে নিশোর বিপরীতে আছেন তমা মির্জা। অভিনয়ের পাশাপাশি ‘দাগি’ সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন নিশো। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। সব মিলিয়ে সিনেমাটি মুক্তি পেয়েছে ১৬টি হলে।
মুক্তির মিছিলে যুক্ত হয়েছে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’। সিনেমাটি নির্মাণ করেছেন এম রহিম। সিয়াম ও বুবলী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। বিভিন্ন সূত্রে জানা গেছে এরই মধ্যে ‘জংলি’ ৩০টির মতো হল চূড়ান্ত করেছে। সিনেমাটি ১০টি হলে মুক্তি পেয়েছে।
শাকিব-নিশো-সিয়ামদের সঙ্গে এবার মোশাররফ করিমকে এই ঈদে দেখা যাবে অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’তে। সিনেমাটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। প্রযোজকও তিনি। মোশাররফ করিমের বিপরীতে সিনেমাটিতে দেখা যাবে রিকিতা নন্দিনী শিমুকে। প্রথমে সিনেমাটির নাম ছিল ‘বিচারালয়’। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে ‘চক্কর ৩০২’। সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে।
ঈদের সিনেমার তালিকায় আরও রয়েছেন আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বীন-৩’ সিনেমা। ভৌতিক ঘরানার এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। মাল্টিপ্লেক্স ও সিঙ্গেলস্ক্রিন মিলিয়ে ছবিটি ১৪টি হলে প্রদর্শিত হবে। এ সিনেমাটিও শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এনএটি