ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিনোদন

অরিজিতের পর যে সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:৩৩ পিএম, এপ্রিল ২৭, ২০২৫
অরিজিতের পর যে সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল অরজিৎ সিং-শ্রেয়া ঘোষাল

পহেলগাঁওয়ের হামলার ঘটনায় প্রতিবাদ জানাতে চেন্নাইয়ের কনসার্ট বাতিল করেন অরজিৎ সিং। নিহত পর্যটকদের প্রতি শ্রদ্ধা জানাতে সেই কনসার্ট না করার সিদ্ধান্ত নেন তিনি।

এই গায়কের পর পরিস্থিতি বিবেচনায় শ্রেয়া ঘোষালও কনসার্ট না করার সিদ্ধান্ত নেন।

এ নিয়ে সমাজিকমাধ্যমে বার্তা দিয়েছেন শ্রেয়া। শুধুই অনুষ্ঠান বাতিল করেননি, টিকিটের মূল্য যাতে দর্শক-শ্রোতারা ফেরত পান তার ব্যবস্থাও করেছেন।

গেল ২২ এপ্রিল কাশ্মীরে নিরীহ পর্যটকদের নির্বিচারে গুলি করে জঙ্গিরা। এ হামলার ঘটনায় ভারতের খ্যাতনামা অনেক তারকাই প্রতিবাদে ফেটে পড়েন। ক্ষোভ প্রকাশ করে সমাজিকমাধ্যমে। এই দলে ছিলেন শ্রেয়াও।

ভারতের জনপ্রিয় এই গায়িকা লেখেন, নারকীয় এই ঘটনায় ব্যথিত তিনি। স্বজনহারাদের কান্না তার কণ্ঠরোধ করেছে। তিনি সৃষ্টিকর্তার কাছে নিহতদের আত্মার শান্তি কামনা করছেন।  

এর এক দিন পর শ্রেয়া জানান, তিনি আছেন, তার গানও থাকবে। অনুষ্ঠান করার মতো পরিস্থিতি অনেক আসবে। সব পরিবেশ গান গাওয়া বা শোনার উপযুক্ত নয়। বিশেষ সময়ে নীরবতা পালনই শ্রেয়।

অরিজিৎ সিং কিংআ শ্রেয়া ঘোষাল বাঙালি এই দুই সংগীত তারকার পদক্ষেপ তাদের প্রতি আরও শ্রদ্ধা বাড়িয়েছে ভক্তমহলে। তাদের শুভেচ্ছায় পূর্ণ এই দুই শিল্পীর মন্তব্যের ঘর। ভক্তদের দাবি, প্রকৃত শিল্পী তিনিই, যিনি অনুভূতিপ্রবণ। ব্যথিতদের ব্যথা বোঝেন। ৎ

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৫
এনএটি 

বাংলাদেশ সময়: ৪:৩৩ পিএম, এপ্রিল ২৭, ২০২৫ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।