বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন। অঙ্গদ বেদির সঙ্গে সম্পর্কে জড়ানোর কয়েক মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি।
কেন হঠাৎ বিয়ে করলেন এই তারকা জুটি, তা নিয়ে সেই সময় বেশ আলোচনা হয়েছিল। কটাক্ষের শিকারও হয়েছিলেন তারা। অবশেষে সেই বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী।
নেহা জানান, তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথম জানতে পেরেছিলেন সোহা আলি খান। তিনি বলেন, ওরাই প্রথম জানতে পেরেছিল আমার অন্তঃসত্ত্বা হওয়ার খবর।
এই অভিনেত্রী আরও বলেন, আসলে আমরা সবাই রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম। হঠাৎই আমি কুণাল খেমুর গায়ে পড়ে যাই অচৈতন্য হয়ে। পরেরদিন সকালে আবার ওদের সঙ্গে দেখা হয়। তখনই ওদের জানাই, আমি অন্তঃসত্ত্বা।
বহু বছর ধরেই নেহা ও সোহা বন্ধু। তাই সোহার সঙ্গে এই খবর শেয়ার করেছিলেন অভিনেত্রী। সেই সময়ে নেহা বলেছিলেন, আমাদের তো এখনও বিয়ে হয়নি। কিছু দিন হলো সম্পর্কে আমরা। যতই রক্ষণশীল বা উদার হই না কেন, এই খবর কাছের বন্ধুদের সঙ্গেই ভাগ করে নেওয়া সহজ। বিশেষ করে যে বন্ধুর সদ্য সন্তান হয়েছে তাকে এগুলো বলা যায়।
মজার ব্যাপার হচ্ছে- এত বন্ধুত্ব থাকার পরও সোহাকে নিজের বিয়েতে আমন্ত্রণ জানাননি নেহা। কারণ হিসেবে এই অভিনেত্রী বলেন, আসলে সেই সময়ে খুব ব্যস্ততা ছিল, হইচই ছিল। আমি অন্তঃসত্ত্বা ছিলাম।
২০১৮ সালের ১০ মে বিয়ে করেছিলেন নেহা ও অঙ্গদ। বিয়েতে উপস্থিত ছিলেন মাত্র ৩০-৪০ জন অতিথি। সেই বছরই জন্ম নেয় তাদের সন্তান মেহর। ২০২১ সালে জন্ম নেয় তাদের পুত্র গুরিক।
এনএটি