ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

মনের মানুষ খুঁজতে ‘ডেটিং অ্যাপ’-এ অভিনেত্রী‍!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৩, জুলাই ১১, ২০২৫
মনের মানুষ খুঁজতে ‘ডেটিং অ্যাপ’-এ অভিনেত্রী‍!

বাংলা ধারাবাহিকের গণ্ডি ছাড়িয়ে মুম্বাইয়ে নিজের পসার জমিয়েছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়। সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্ক ভাঙার পর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হোক, একেবারেই চান না তিনি।

বলিউডের লারা দত্ত থেকে টলিউড পরিচালক রাজ চক্রবর্তী ‘ডেটিং অ্যাপ’-এ ভুয়া প্রোফাইল হওয়ায় ভুক্তোভোগী তারা। সেই তালিকায় এবার জুড়ল অভিনেত্রী দেবচন্দ্রিমার নাম।

সম্প্রতি নিজের সমাজিকমাধ্যমের পাতায় একটি স্টোরি দিয়েছিলেন অভিনেত্রী। যেখানে অভিনেত্রী স্পষ্ট লেখেন, আমার নামে ভুয়া প্রোফাইল খোলা হয়েছে একটি ডেটিং অ্যাপে।

এই ঘটনায় কিছুটা আতঙ্কিত অভিনেত্রী। তার আশঙ্কা, ওই প্রোফাইল থেকে হয়তো কারও সঙ্গে কথা বলাও হয়েছে। যদি সেই ব্যক্তি ভেবে বসেন, অভিনেত্রী দেবচন্দ্রিমার সঙ্গে কথা বলছেন, সেটাই চিন্তার কারণ।

অভিনেত্রীর কথায়, কোনও দিনই আমার ডেটিং অ্যাপে কোনও প্রোফাইল ছিল না। আর বয়সও পেরিয়ে গেছে। কোনও দিনই এই ধরনের অ্যাপে আমার প্রোফাইল ছিল না।

যদিও এই ধরনের অ্যাপের মাধ্যমে অনেকেই তাদের মনের মানুষ খুঁজে পেয়েছেন। অভিনেত্রী বলেন করেন, আমি এই মাধ্যমের বিরোধিতা করছি না। কিন্তু এসবে আমার কোনও আগ্রহ নেই। তাই যদি কেউ আমার নামে কোনও প্রোফাইলের (সংশ্লিষ্ট ব্যক্তির) সঙ্গে কথা বলে থাকেন তা হলে তা একেবারে ভুয়া।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।