সদ্য মা হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গত ১৫ জুলাই তার কোল জুড়ে এসেছে কন্যাসন্তান।
এবার সামাজিকমাধ্যমে আরও একটি পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী। সেই পোস্টে কিয়ারা লেখেন, ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ। ’
বোঝার অপেক্ষা রাখে না, এই পোস্ট তার সন্তানকে নিয়ে শুরু হওয়া নতুন অধ্যায়কেই বোঝাতে চেয়েছেন কিয়ারা।
মা হওয়ার পর ১ আগস্ট ছিল কিয়ারার প্রথম জন্মদিন। এদিন জীবনের ৩৪ বছরে পা রাখেন অভিনেত্রী। সেই অনুভূতিও নিজের সামাজিকমাধ্যম পাতার মাধ্যমে জানিয়েছিলেন। অভিনেত্রী সেদিন লিখেছিলেন, ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম। ’
২০২৩ সালে বিয়ে করেন সিদ্ধার্থ ও কিয়ারার। চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানান এই দম্পতি। তারপর থেকেই সিড-কিয়ারার অনুরাগীরা সুখবরের অপেক্ষায় ছিলেন। অন্তঃসত্ত্বা হওয়ার পরই কাজ থেকে ছুটি নিয়েছিলেন সিদ্ধার্থ-ঘরনি।
এদিকে সামনেই মুক্তি পাবে কিয়ারার নতুন সিনেমা ‘ওয়ার টু’। মা হওয়ার পর তার প্রথম মুক্তিপ্রাপ্ত হতে চলেছে এটি। স্পাই ইউনিভার্সটিতে আরও আছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। আগামী ১৪ আগস্ট একসঙ্গে হিন্দি, তামিল, তেলেগু ভাষাতে মুক্তি পাবে সিনেমাটি।
এনএটি