ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

সুখ-দুঃখের গল্প শোনাবেন অপি করিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, আগস্ট ২৮, ২০২৫
সুখ-দুঃখের গল্প শোনাবেন অপি করিম

দেশের শোবিজ অঙ্গনের নন্দিত অভিনেত্রী অপি করিম। তার ব্যক্তিত্ব, মিষ্টি হাসি, সাবলীল অভিনয় দিয়ে তিনি মুগ্ধ করেছেন দর্শকদের।

নব্বই দশকে তার আত্মপ্রকাশ এবং এরপর শুধুই সাফল্য। ওই সময়কার দর্শক এবং এ প্রজন্মের কাছেও অপি এখনো জনপ্রিয়।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই অভিনেত্রীর বর্ণাঢ্য ক্যারিয়ারে রয়েছে নানা স্মৃতি, ঘটনা ও অভিজ্ঞতা। রয়েছে সাফল্য-ব্যর্থতা, সুখ-দুঃখের গল্প, যার অনেক কিছুই হয়তো কখনও প্রকাশ করেননি।

এবার জীবনের সেইসব সুখ-দুঃখের গল্প শোনাবেন অপি করিম। সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। সেখানে অতিথি হয়ে এসে জীবনের নানা বিষয়ে কথা বলবেন তিনি।  

সেই সঙ্গে সহকর্মী, কাছের বন্ধু ও পরিবারের সদস্যরাও তাকে নিয়ে কথা বলবেন এই অনুষ্ঠানে। এছাড়াও তার প্রিয় নাটক, সিনেমার ক্লিপিংসও দেখানো হবে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘স্টার নাইট’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী মৌ। এটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।