নতুন ইতিহাস সৃষ্টি করলো কোরিয়ার বয় ব্যান্ড স্ট্রে কিডস। তাদের সর্বশেষ অ্যালবাম ‘কার্মা’ প্রথম সপ্তাহেই উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বিলবোর্ড অ্যালবাম চার্ট হট ২০০-এর শীর্ষে।
এ নিয়ে সপ্তমবারের মতো শীর্ষস্থান নিজেদের নামের সঙ্গে যুক্ত করলো তারা। এই অর্জনের মধ্য দিয়ে তারা ছাড়িয়ে গেছে আরেক বিশ্বব্যাপী আলোচিত কোরীয় ব্যান্ড বিটিএসকে।
শুধু তাই নয়, স্ট্রে কিডস ইতিহাসে একমাত্র ব্যান্ড, যাদের সাতটি অ্যালবামই প্রথম সপ্তাহেই চার্টের শীর্ষে থেকে আত্মপ্রকাশ করেছে। গেল রোববার মর্গান ওয়ালেনের ‘আই’ম দ্য প্রবলেম’কে সরিয়ে শীর্ষে উঠেছে অ্যালবামটি।
এই সাফল্যের পর ব্যান্ডটি তাদের ভক্তবেস স্ট্রে-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তারা বলেন, এটা আমাদের জন্য অবিশ্বাস্য এবং সম্মানের মুহূর্ত। আমরা স্ট্রে ও আমাদের গানকে ভালোবাসেন এমন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মাধ্যমে ২০১৭ সালে যাত্রা শুরু হয় স্ট্রে কিডসের। তাদের গানের ধরণে ছিল মালা-ফ্লেভারড মিউজিক, যা চীনা খাবারের ঝাল মসলা মালা থেকে অনুপ্রাণিত। গানগুলোতে তীব্র এনার্জি ও অনন্য সুরের মিশ্রণ ভক্তদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা এনে দিয়েছে।
প্রসঙ্গত, ‘কার্মা’ স্ট্রে কিডসের প্রথম পূর্ণাঙ্গ অ্যালবাম, যা দুই বছর দুই মাস পর প্রকাশ হয়েছে। এতে মোট ১১টি গান রয়েছে। শিরোনাম ট্র্যাক ‘সেরোমনি’। অ্যালবামটিতে দলটির সদস্যরা তাদের বেড়ে ওঠার গল্প তুলে ধরেছেন।
এনএটি