ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

দুঃসময়ে বিলাসবহুল রেস্তোরাঁ বন্ধ করছেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, সেপ্টেম্বর ৩, ২০২৫
দুঃসময়ে বিলাসবহুল রেস্তোরাঁ বন্ধ করছেন শিল্পা শেঠি

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বীমী রাজ কুন্দ্রার। কয়েক সপ্তাহ আগে অর্থ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর এবার মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নিজেদের বহু পুরনো ও জনপ্রিয় রেস্তোরাঁ বন্ধ করার সিদ্ধান্ত নিলেন শিল্পা-রাজ।

খবরটি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট শেয়ার করে জানিয়েছেন শিল্পা নিজেই।

সেখানে অভিনেত্রী লেখেন, এই বৃহস্পতিবার একটা যুগের সমাপ্তি হবে, যেহেতু আমরা মুম্বাইয়ের সবচেয়ে আইকনিক রেস্তরাঁকে বিদায় জানাব সেদিন। ‘বাস্তিয়ান বান্দ্রা’ রেস্তোরাঁ, যা আমাদের অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছে। এই শহরের রাতের প্রাণকেন্দ্র এবার চিরবিদায় নেবে।

তিনি আরও লেখেন, বিদায় জানানোর আগে এই রেস্তোরাঁর সঙ্গে জুড়িত থাকা প্রতিটি মানুষকে, প্রত্যেক পৃষ্ঠপোষককে নিয়ে একটি বিশেষ সন্ধ্যার আয়োজন করেছি আমরা। শেষবার বাস্তিয়ানে আমরা একটা ভালো সময় কাটাব।

উল্লেখ্য, টিনসেল টাউনের এই কাপলের নাম বিতর্কের কারণে শিরোনামে এসেছে একাধিকবার। রাজ ও শিল্পা ৬০ কোটি টাকার প্রতারণা করেছেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনে এফআইআর করেছেন মুম্বাইয়ের এক ব্যবসায়ী।

তার দাবি, শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে তিনি ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন। যদিও সেই টাকা আত্মসাৎ করেছেন শিল্পা এবং তার স্বামী রাজ। যা নিয়ে যথেষ্ঠ বিড়ম্বনায় রয়েছেন দু’জনেই।

অবশ্য শিল্পা-রাজকে নিয়ে বিতর্ক এই প্রথমবার নয়। এর আগেও নীলছবির ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে। বিষয়টি নিয়েও বেশ সমালোচনা পড়েছিলেন শিল্পা।  

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।