ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সিনেমায় কাজের পাশাপাশি রাজনীতিতেও সরব ছিলেন অপু বিশ্বাস। পেয়েছিলেন সরকারি অনুদানের সিনেমাসহ নানা সুবিধা।
ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিজের বোল পাল্টাতে শুরু করেন অপু বিশ্বাস। যদিও তিনি ফ্যাসিবাদের চিহ্নিত কালচারাল দোসর। জুলাই অভ্যুত্থানে হত্যা মামলার আসামিও এই নায়িকা।
আওয়ামী লীগের রাজনীতিতে সরব অপু বিশ্বাসকে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলায় বিএনপির একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা গেছে। এ কারণে স্যোশাল মিডিয়ায় তৈরি হয়েছে সমালোচনার ঝড়। অনেকেই তাকে সুবিধাবাদী হিসেবেও আখ্যা দিয়েছেন।
এবার সেই মিলিছে সামিল হলেন চিত্রনায়িকা পরীমণি। রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। সরাসরি অপু বিশ্বাসের নাম না নিলেও কারও বুঝার বাকি নেই কার দিকে তীর ছুঁড়েছেন পরীমণি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) অপু বিশ্বাসের প্রসঙ্গ টেনে পরীমণি ফেসবুকে লেখেন, আগে ছিল ৬ মাস হিন্দু ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি পল্টিবাজ, সুবিধাবাদি কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কি জিনিস এটা।
পোস্টের আধাঘণ্টায় রিয়েকশন এসেছে ৪০ হাজারের বেশি। আর মন্তব্য প্রায় ৮ হাজার। যেখানে পরীমণির দেওয়া পোস্টে অনেকেই তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন।
এনএটি