ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রীদের একজন শুভশ্রী গাঙ্গুলি। ইতোমধ্যেই রোমান্টিক ইমেজ থেকে বেরিয়ে ভিন্ন আবহে পর্দায় হাজির হয়ে দর্শক হৃদয় জয় করেছেন।
তবে এবার প্রথমবারের মতো নতুন চরিত্রে দেখা মিলবে তাকে। যাকে বলা যায়, স্রোতের বিপরীতে চলা।
এরমধ্যেই খবর, কৌশিক গাঙ্গুলির সঙ্গে এবার তিনি নতুন অ্যাডভেঞ্চারের ফন্দি আঁটছেন! ফাঁস হয়ে গেল তাদের ‘হাসতে হাসতে খুন করা’র রহস্য!
নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন শুভশ্রী, যেখানে তার সঙ্গে দেখা গেছে কৌশিক গাঙ্গুলিকে। দুজনেই যেন হাসতে হাসতে খুন হয়ে যাচ্ছেন। ছবির ক্যাপশনেও তাই লেখা, ‘হাসতে হাসতে খুন করে দেব। ’ কৌশিকও সে ছবিটি নিজের ওয়ালে শেয়ার করেন।
নতুন সিনেমা নিয়ে এখনো কোনো অফিশিয়াল ঘোষণা না দিলেও সূত্রের খবর, নতুন থ্রিলার সিনেমা শুরু করতে যাচ্ছেন কৌশিক গাঙ্গুলি। আর সেখানেই প্রথমবারের মতো নেগেটিভ অর্থাৎ খল চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে।
আরও জানা যায়, কৌশিকের পরবর্তী সিনেমার অন্যতম সঙ্গী হতে চলেছেন রুদ্রনীল ঘোষ। পরিচালক নিজেও এতে থাকছেন এক গুরুত্বপূর্ণ ভূমিকায়। বিশেষ ভূমিকায় দেখা যাবে কৌশিক সেনও, এমনটাই গুঞ্জন।
সবকিছু ঠিক থাকলে পূজার পর কিংবা বছর শেষের দিকে শুটিং শুরু হবে। ঝাড়খণ্ড বা উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে শুটিং হওয়ার কথা রয়েছে। যদিও সিনেমার নাম এখনো ঠিক হয়নি, তবে জানা গেল, এই সিনেমায় দর্শকদের জন্য বড়সড় চমক অপেক্ষা করছে।
এনএটি