বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ব বাঁশ দিবস পালিত হচ্ছে। যদিও দিবসটি উদযাপনের জন্য কোনো বড় আয়োজন হয় না।
সেই স্রোতে গান ভাসালেন লোক সংগীতের জনপ্রিয় গায়ক কুদ্দুস বয়াতি। মজার ছলে বাঁশ হাতে তিনি একটি পোস্ট শেয়ার করেছেন।
পোস্টের ক্যাপশনে কুদ্দুস বয়াতি লেখেন, ‘আজ বাঁশ দিবস। যারা বাঁশ দিয়েছ এবং যারা বাঁশ নিয়েছ সবাইকে বাঁশ দিবসের শুভেচ্ছা। ’
তার এই পোস্টে ভক্ত-অনুরাগীরা নানা মন্তব্য করে যাচ্ছেন। একজন লেখেন, ‘মন খারাপ থাকলে আপনার পোস্ট বা ভিডিও সামনে আসলে মনটা ভালো হয়ে যায়। ’
অন্য একজনের কথা এমন, ‘অনেকদিন পর মন খুলে হাসতে পারলাম বয়াতি সাহেব, শুভ কামনা রইল আপনার জন্য। ’ কুদ্দুস বয়াতি নিজেও ভক্তদের সেসব মন্তব্যে আন্তরিকভাবে প্রতিক্রিয়া দিয়ে যাচ্ছেন।
এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা বিলম্বের বিসয়েও একটি পোস্ট করেছিলেন তিনি। সেখানে কুদ্দুস বয়াতি লিখেছিলেন, ‘পাগলা মসজিদের বস্তা বস্তা টাকা গুনে শেষ নিমিশেই, আর ১১ হাজার ভোট গুনতে তিন দিন!’ তার এই ব্যঙ্গাত্মক মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছিল।
এনএটি