ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

সুচিত্রা সেনের ভূমিকায় বিদ্যা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৭, জানুয়ারি ১৩, ২০১৫
সুচিত্রা সেনের ভূমিকায় বিদ্যা! (বাঁ থেকে) সুচিত্রা সেন ও বিদ্যা বালান

বাংলা ছবির মহানায়িকা সুচিত্রা সেনের মতোই একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেন বিদ্যা বালান। এটি পরিচালনা করবেন অভিজিৎ চৌধুরী।

তিনি এর আগে অনেক বিজ্ঞাপনচিত্র আর ‘পাতালঘর’ নামের একটি ছবি পরিচালনা করেছেন। হিন্দি নয়, ছবিটা তৈরি হবে বাংলা ভাষায়। শিগগিরই এর কাজ শুরু হবে বলে জানা গেছে। ’

বিদ্যা এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আছেন। তার ক্যারিয়ার শুরু হয়েছিলো ‘ভাল থেকো’ নামের একটি বাংলা ছবিতে অভিনয় করে। এরপর ‘পরিণীতা’ ছবির মাধ্যমে বলিউডে অবস্থান গড়ে নেন তিনি। আর ‘দ্য ডার্টি পিকচার’, ‘কাহানি’ ছবিগুলোর সুবাদে এখন প্রথম সারিতে আছেন এই ৩৬ বছর বয়সী।

গত বছরের ১৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে মৃ্ত্যুবরণ করেন সুচিত্রা সেন।

বাংলাদেশ সময় : ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।