প্রথম দেখাতেই মনে হবে সুইমিং পুলের মতো কিছু একটা। তিন পাশে কংক্রিটের লম্বা কয়েক ধাপ সিঁড়ি।
এমন ভাবনা মাথায় নিয়েই বাংলাদেশ শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণে নির্মিত হয়েছে মঞ্চটি। ঢাকার বুকে এ ধরণের মঞ্চ এটাই একমাত্র। কর্তৃপক্ষ জানিয়েছেন, এটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ১ কোটি ৮ লক্ষ ২৬ হাজার টাকা। ১২ জানুয়ারি সন্ধ্যায় এর উদ্বোধন হয়েছে। উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
নতুন মঞ্চ। শিল্পকলা একাডেমীতে তাই উৎসবের আমেজ। ১২ থেকে ১৪ জানুয়ারি- ৩ দিনের উৎসব আয়োজন করাও হয়েছে। গান, নৃত্য, আবৃত্তি, সংযাত্রা, কাওয়ালী, ফিউশন যন্ত্র সংগীত, তালবাদ্যসহ আরও অনেক কিছুই থাকতে এ ক’দিন।
বাংলাদেশ সময় : ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫