ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

রোদের ফোঁটায় নীল প্রজাপতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, জানুয়ারি ১৩, ২০১৫
রোদের ফোঁটায় নীল প্রজাপতি রওনক হাসান ও নিশা

ভালোবাসা দিবসের নাটকে রওনক হাসানের সঙ্গে অভিনয় করলেন নিশা। নাম ‘রোদের ফোঁটায় নীল প্রজাপতি’।

এটি লিখেছেন তামজিদ রহমান, পরিচালনা করেছেন আবদুল্লাহ আল মামুন।

এর কাজের জন্য কয়েকদিন আগে রাজশাহী গেছেন নিশা। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতা থেকে উঠে আসা এই সুন্দরী বলেন, ‘ট্রেনে চড়ে রাজশাহীতে এসেছি। খুব ভালো লাগছে নাটকটিতে কাজ করে। ’

নাটকটিতে রূপা চরিত্রে নিশা আর আসিফ চরিত্রে অভিনয় করছেন রওনক হাসান। এ ছাড়াও আছেন আবদুল্লাহ রানা ও পারভীন।

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।