ঢাকা, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

বৈশাখে মন ছুঁয়ে যাবেন শুভ-মম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২০, জানুয়ারি ১৫, ২০১৫
বৈশাখে মন ছুঁয়ে যাবেন শুভ-মম ‘ছুঁয়ে দিলে মন’ ছবির দৃশ্যে আরিফিন শুভ ও মম

নাম ‘ছুঁয়ে দিলে মন’, তাই দর্শকদের ধারণা ছিলো আসছে ভালোবাসা দিবসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি। পরিকল্পনাও ছিলো তেমনই।

কিন্তু পরিচালক শিহাব শাহিন ১৫ জানুয়ারি সকালে জানালেন, আগামী ১০ এপ্রিল মুক্তি আরিফিন শুভ ও মম জুটির এই নতুন ছবি।

শিহাব শাহীন বাংলানিউজকে বলেন, ‘দেশে এখন অস্থিরতা। তাছাড়া আগামী মাসের মাঝামাঝি বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। ফলে দর্শকরা টিভিতে খেলা দেখায় ব্যস্ত থাকবেন। তাই পহেলা বৈশাখকে সামনে রেখে ছবিটি ১০ এপ্রিল মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ’

চলতি বছরের শুরুতেই সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পায় ‘ছুঁয়ে দিলে মন’। ধ্বনিচিত্র লিমিটেড ও মনফড়িং প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, মিশা সওদাগর, আলীরাজ, নওশাবা প্রমুখ।

* ‘ছুঁয়ে দিলে মন’ গানের ভিডিও : 


বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।