ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

গৌতম ঘোষের ছবিতে প্রসেনজিৎ ও কুসুম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২২, জানুয়ারি ২৭, ২০১৫
গৌতম ঘোষের ছবিতে প্রসেনজিৎ ও কুসুম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও কুসুম সিকদার

আবার পরিচালনায় ফিরছেন গৌতম ঘোষ। তার নতুন ছবি ‘শঙ্খচিল’-এ ভারতীয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধবেন কুসুম সিকদার।

এটি প্রযোজনা করবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালক (বিপণন) ইবনে হাসান খান বাংলানিউজকে জানান, আগামী মাসের শেষ সপ্তাহে ছবিটির দৃশ্যধারণ শুরু হবে। এটি পরিবেশনার দায়িত্বে থাকছে আশীর্বাদ চলচ্চিত্র।

সর্বশেষ ২০১৩ সালে ‘শুন্য অঙ্ক’ ছবিটি পরিচালনা করেন গৌতম ঘোষ। ৬৪ বছর বয়সী এই নির্মাতার ‘মনের মানুষ’ (২০১০) ছবিতে ভারতের দুই তারকা প্রসেনজিৎ ও পাওলি দামের পাশাপাশি অভিনয় করেন সৈয়দ হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, চম্পা, চঞ্চল চৌধুরী, শাহেদ আলী ও তাথৈ।

কুসুম এর আগে খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’ এবং স্বপন আহমেদের ‘লাল টিপ’ ছবিতে অভিনয় করেন। দুটিতেই তার সহশিল্পী ছিলেন ইমন।  

বাংলাদেশ সময় : ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।