ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

কোলাহল থেকে একটু দূরে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, জানুয়ারি ২৭, ২০১৫
কোলাহল থেকে একটু দূরে ক্রিস্টেন স্টুয়ার্ট

টানা দুই বছর কাজ করে হাঁপিয়ে উঠেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। এবার একটু ফুরসত নেওয়ার পালা।

হলিউড থেকে কিছুদিনের জন্য নিজেকে দূরে সরিয়ে এই ‘টোয়াইলাইট’ তারকা। ক্লান্তি দূর করার পাশাপাশি নিজের শখ-আহ্লাদ পূর্ণ করতেই তার এই সিদ্ধান্ত।

‘লাইভ! উইথ কেলি অ্যান্ড মাইকেল’ অনুষ্ঠানে ক্রিস্টেন জানান, ‘স্টিল অ্যালিস’ ছবির কাজ শেষেই বিরতি নেওয়ার পরিকল্পনা করেন তিনি। অবসর সময়ে বিশ্রাম আর শখের কাজগুলোই করবেন ২৪ বছর বয়সী এই অভিনেত্রী।

দুই বছর একটানা কাজ করার পর কোলাহল থেকে দূরে থাকতে চেয়েছিলেন ক্রিস্টেন। তার ভাষ্য, ‘এবার একটু নিঃশ্বাস নিতে চাই! জীবনের ইচ্ছেগুলোকে বুনো হয়ে উঠতে দিতে হয় মাঝে মধ্যে! এই ধরুন, আপনি এখন চিত্রশিল্পী! তবে আমি পাকা শিল্পী নই। গ্যারেজে টুকটাক আঁকাআঁকি করি।

‘স্টিল অ্যালিস’ পরিচালনা করেছেন রিচার্ড গ্ল্যাটজার ও ওয়াশ ওয়েস্টমোরল্যান্ড। এটি তৈরি হয়েছে ২০০৭ সালে প্রকাশিত লিসা জেনোভার উপন্যাস অবলম্বনে।

বাংলাদেশ সময় : ১৮৪৭ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।