ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

বিপ্লবী বরুণ রায়কে নিয়ে প্রামাণ্যচিত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, জানুয়ারি ২৮, ২০১৫
বিপ্লবী বরুণ রায়কে নিয়ে প্রামাণ্যচিত্র বরুণ রায়

বরুণ রায়। বিপ্লবী এই মানুষটি তার ৭২ বছরের জীবনে রাজনৈতিক, বৃটিশ বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ সাম্প্রদায়িক চেতনা অ‍াজীবন লালন করেছেন।

এবার তাকে নিয়ে তৈরি হয়েছে প্রামাণ্যচিত্র । নাম ‘বিপ্লবী ররুণ রায়’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সারোয়ার তমিজউদ্দিন।

তিনি এ বিষয়ে বাংলানিউজকে বলেন, ‘আমার প্রামাণ্যচিত্রের বিষয় হচ্ছে বরুণ রায়ের বিপ্লবী জীবন ও বাঙালীর সমাজতান্ত্রিক ঐতিহ্য। এটি নির্মাণ করতে সময় লেগেছে ৭ বছর। এর দৈর্ঘ্য ৫৬ মিনিট। ’

এটি প্রদর্শিত হবে ২৯শে জানুয়ারী সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। ২৯ জানুয়‍ারি থেকে শুরু হওয়া ‘রনেশ দাস ফিল্ম সোসাইটি’ উৎসবে এর উদ্বোধনী শোতে এটি দেখানো হবে।


বরুণ রায়, একমাত্র পুত্র সন্তান সাগর রায় ও স্ত্রী শীলা রায় (বাম থেকে)

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।