ঢাকা, মঙ্গলবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৭ মে ২০২৫, ২৯ জিলকদ ১৪৪৬

বিনোদন

সম্রাট হলেন অপূর্ব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, জানুয়ারি ২৮, ২০১৫
সম্রাট হলেন অপূর্ব সম্রাট ধারাবাহিক নাটকে অপূর্ব

নতুন বছরে সম্রাট নামে একটি নতুন ধারাবাহিকে অভিনয় করছেন অপূর্ব। এ নাটকের কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

রাজধানীর গুলশান নিকেতনসহ বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ চলছে। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি পরিচালনা করছেন  সৈয়দ শাকিল।

এ নাটকে অপূর্ব’র সহশিল্পী হিসেবে অভিনয় করছেন নাদিয়া আহমেদ। আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, শাহাদত, ঈশানা, সাবেরি আলম, ইলোরা গহর, সোনিয়া হোসেন প্রমূখ।

নাটকটি নিয়ে অপূর্ব বাংলানিউজকে বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নামই সম্রাট। ধর্ণাঢ্য পরিবারের একমাত্র ওয়ারিশ। জেদি আর রক্তে মিশে থাকা অহংকার স্বভাবের ছেলে। কিন্তু এক দুর্ঘটনায় কাহিনী মোড় নেয় অন্যদিকে। কাজ চলছে নাটকটির। আশা করছি, ভালো একটি কাজ হবে। ’

নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, ‘সম্রাটকে কেন্দ্র করে গল্পের একপিঠে উচ্চবিত্ত মানুষের পাশাপাশি শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের জীবনের নানা প্রতিহিংসার গল্প উঠে এসেছে এ নাটকের গল্পে। ’

জান্নাতুল টুম্পা প্রযোজিত নাটকটি খুব শিগগিরই টিভিতে প্রচার হবে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।