ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রবাসী শিল্পীর গানে নাচবেন নায়লা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১২, ফেব্রুয়ারি ১, ২০১৫
প্রবাসী শিল্পীর গানে নাচবেন নায়লা (বাঁ থেকে) রুবাইয়েত জাহান ও নায়লা নাঈম

হাবিবুল ইসলাম হাবিবের নতুন চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’তে এবার যুক্ত হলেন প্রবাসী শিল্পী রুবাইয়েত জাহান। বাংলাদেশের চট্রগ্রামের মেয়ে রুবাইয়েত জাহান লন্ডনে বসবাস করেন।

সেখানে তিনি ইংরেজী, হিন্দী, পপসহ নানা ধরনের গান করে থাকেন। এবার তার কন্ঠে নৃত্য পরিবেশন করবেন সময়ের আলোচিত মডেল নায়লা নাঈম।

গানটি সংগীতায়োজন করেছেন লন্ডনের গায়ক রাজা কাসিফ, কথা লিখেছেন ‘রাত্রির যাত্রী’ পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বাংলানিউজকে বলেন, ‘গানটির শিরোনাম ‘আমি সুন্দরী নারী‘। এ গানটি লন্ডনের হাই-স্ট্রিট স্টুডিওতে রেকর্ডিং হয়েছে। এটির সম্পাদনা করেছেন অমি ইসলাম। রুবাইয়েত অনেক ভালো গান করেন। তার গানে নাচবেন নায়লা। ’

জানা যায়, খুব শিগগিরই এ গানটিতে পারফর্ম করবেন নায়লা নাঈম। গ‍ানের কোরিওগ্রাফি করবেন তানজিল। আর এ ছবিতে মৌসুমির বিপরীতে দেখা যাবে আনিসুর রহমান মিলনকে। এ ছাড়া আরও অভিনয় করছেন এ টি এম শামসুজ্জামান, সালাউদ্দিন লাভলু, সাদিয়া আফরিন, সোনিয়া হোসেন, প্রতিভা শাওনসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১ ফেব্রুয়ারি, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।