ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম করবেন যিনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, ফেব্রুয়ারি ৩, ২০১৫
ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম করবেন যিনি (বাঁ থেকে) ঐশ্বরিয়া রাই বচ্চন ও ফাওয়াদ খান

বলিউডে ফাওয়াদ এর প্রবেশ সোনামের বিপরীতে ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই বাজিমাত, ফাওয়াদ জিতে নিয়েছেন আম-জনতা সহ সমালোচকদের মন।

খুবসুরত এর পর থেকেই ভারতীয় দর্শক অপেক্ষায় ছিলেন এই পাকিস্তানি অভিনেতার দ্বিতীয় ছবির জন্য। এখন শোনা যাচ্ছে, করণ জোহারের আপকামিং ছবি ‘অ্যা দিল হ্যায় মুশকিল’ এ দেখা যাবে তাকে।

এই ছবিতে ঐশ্বরিয়া রায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ফাওয়াদকে। এই সম্পর্কে  নায়ক জানিয়েছেন, তিনি জ্যাকপট জিতেছেন। কারণ একদিকে করণ জোহারের মত পরিচালক অন্যদিকে ঐশ্বরিয়ার সঙ্গে রোম্যান্স করার সুযোগ।   এই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন আর ফাওয়াদ খান ছাড়াও আছেন রণবীর কাপুর আর অনুশকা শর্মা । ঐশ্বরিয়ার চরিত্র নাকি এই ছবিতে খুব এবং অন্যরকম‚ জানিয়েছেন অনুশকা শর্মা।


বাংলােদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।