ঢাকা, বুধবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৮ মে ২০২৫, ০০ জিলহজ ১৪৪৬

বিনোদন

মমর কাপল হবেন কে?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, ফেব্রুয়ারি ৫, ২০১৫
মমর কাপল হবেন কে?

অপূর্ব নাকি নাঈম, কাকে বলা হবে মমর কাপল? নাঈমের সঙ্গে মমর বিয়ের কথাবার্তা আগে থেকেই ঠিক। কিন্তু বড় বোনের বিয়েতে ছবি তুলতে আসা অপূর্বর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে মমর।

কে হবেন মমর জীবনসঙ্গী? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘কাপল’ নাটকে।

এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে আরও অভিনয় করেছেন ঈশিকা খান ও কাজী উজ্জ্বল। রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। এতে সাজিদের সুর-সংগীতে তাহসানের গাওয়া ‘এতো মায়া’ শিরোনামের একটি গান রয়েছে। এর কথা লিখেছেন মাকসুদ আলম রিফাত। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি।

মম বাংলানিউজকে বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম নাবিলা। ভালো লেগেছে কাজটি করে। ’

এদিকে আজ বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবর্তনে অংশ নিয়েছেন মম। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ২০১০ সালে স্নাতক আর ২০১২ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

বাংলাদেশ সময় : ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।