ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

পর্দায় আসছেন শ্রীদেবীর মেয়ে জানভি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, সেপ্টেম্বর ২১, ২০১৫
পর্দায় আসছেন শ্রীদেবীর মেয়ে জানভি জানভি ও শ্রীদেবী

বলিউড তারকাদের ছেলেমেয়েরা প্রতি বছরই রূপালি পর্দায় যাত্রা শুরু করেন। সে তালিকায় এবার যুক্ত হচ্ছেন অভিনেত্রী শ্রীদেবীর জ্যেষ্ঠ কন্যা জানভি কাপুর।

নিজের প্রথম ছবিতে দক্ষিণী ছবির সেনসেশন দালকার সালমানের সঙ্গে প্রেম করবেন তিনি।

এটি তৈরি হবে তামিল, তেলেগু, মালয়ালাম ও হিন্দি ভাষায়। পরিচালনা করবেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। ‘বাহুবলী’ ও ‘বজরঙ্গি ভাইজান’ ছবির গল্পকার তিনিই।

তবে জানভির অভিষেকের বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। অবশ্য এরই মধ্যে স্টাইল ও চাকচিক্যময় রূপের সুবাদে পরিচিতি পেয়ে গেছেন তিনি। অন্যদিকে মনিরত্নমের ‘ওকে কানমানি’র সুবাদে মালয়ালাম সুপারস্টার মামুত্তির পুত্র দালকার এখন মেয়েদের হার্টথ্রব।

কয়েকদিন আগে ‘হিরো’র মাধ্যমে সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি আর আদিত্য পাঞ্চোলির পুত্র সুরজ পাঞ্চোলির অভিষেক হয়েছে বড় পর্দায়। জানভির নামটা তাদের পাশে যুক্ত হওয়া এখন সময়ের ব্যাপার।

বাংলাদেশ সময় : ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।