ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

কানাডায় বাপ-বেটার যাত্রা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, সেপ্টেম্বর ২১, ২০১৫
কানাডায় বাপ-বেটার যাত্রা

চারটি কনসার্টে সংগীত পরিবেশন করতে কানাডা যাচ্ছেন ফেরদৌস ওয়াহিদ ও হাবিব ওয়াহিদ। আগামী ৩ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

ঢাকা ক্লাব ভ্যানক্যুভারের আমন্ত্রণে তারা সেখানে যাচ্ছেন।  

জানা গেছে- ক্যালগারি, স্যাসকাটুন, টরন্টো ও ভ্যানক্যুভারে অনুষ্ঠিত হবে কনসার্টগুলো। এসব আয়োজনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

এদিকে এক মাসেরও বেশি সময় আগে ইউটিউবে প্রকাশিত হয়েছে হাবিবের নতুন ভিডিও ‘মন ঘুমায় রে’। এখন পর্যন্ত এটি দেখা হয়েছে দুই লাখ বারেরও বেশি। তাই হাবিব বলেছেন, ‘সবার ইতিবাচক সাড়া পেয়ে আমি খুব খুশি। কানাডা সফরে গানটি গাইবো। ’

* ‘মন ঘুমায় রে’ গানের ভিডিও :


বাংলাদেশ সময় : ২১৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।