ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বিনোদন

অনেকদিন পর সারা যাকের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:০১, সেপ্টেম্বর ২৩, ২০১৫
অনেকদিন পর সারা যাকের ‘একটি অপরাধ ও একজন নিখোঁজ মানুষ’ টেলিছবিতে সারা যাকের

সারা যাকের ইদানীং খুব একটা অভিনয় করেন না। মঞ্চেই যা একটু-আধটু তার অভিনয় দেখা যায়।

ব্যবসায়িক কাজকর্ম, টুকটাক উপস্থাপনা, ব্যক্তিজীবন সামলে সময়ও খুব একটা হয়ে ওঠে না। আশার কথা হলো, দুই বছর পর আবার টিভি নাটকে অভিনয় করলেন তিনি। ‘একটি অপরাধ ও একজন নিখোঁজ মানুষ’ টেলিছবিতে দেখা যাবে তাকে।
 
এসএ টিভির ঈদ আয়োজন ‘দুই ভুবনের দুই বাসিন্দা’র অংশ হিসেবে তৈরি হয়েছে এটি। এতে সারার সঙ্গে তার পুত্র ইরেশ যাকেরও অভিনয় করেছেন। এ ছাড়াও আছেন মৌটুসী বিশ্বাস ও শিল্পী সরকার অপু। ঈদের পরদিন বিকেল ৩টায় প্রচার হবে এটি।
 
টেলিছবিটি লিখেছেন বদরুল আনাম সৌদ। পরিচালনা করেছেন যুবরাজ খান। তিনি বাংলানিউজকে বললেন, ‘সারা আপাকে নিয়ে কাজটা করতে পেরে আমি আনন্দিত। কারণ তিনি সচরাচর নাটক করেন না। তিনি কেনো গুণী অভিনেত্রী তা আগে অনেকবার দেখিয়েছেন, এ টেলিছবির মাধ্যমে সেটা আরেকবার বুঝতে পারবেন দর্শকরা। ’
 
বাংলাদেশ সময় : ০৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
জেএইচ
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।