ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভাওয়াইয়া অঙ্গনের নবযাত্রা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
ভাওয়াইয়া অঙ্গনের নবযাত্রা

ভাওয়াইয়া সম্রাট খ্যাত কিংবদন্তি শিল্পী আব্বাসউদ্দীন আহমেদের ১১৪তম জন্মবার্ষিকী ছিলো গত ২৭ অক্টোবর। এই বিশেষ দিনটিতে নতুন করে যাত্রা শুরু করলো ভাওয়াইয়া শেখার অন্যতম বিদ্যাপীঠ ভাওয়াইয়া অঙ্গন।

ওইদিন রাজধানী্র সোবহানবাগে স্কুলের কার্যক্রম উদ্বোধন করা হয়।

এই তথ্য জানিয়েছেন,  ভাওয়াইয়া অঙ্গনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক,  ভাওয়াইয়া শিল্পী, গীতিকার, সুরকার ও বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক একেএম মোস্তাফিজুর রহমান।

স্কুল উদ্বোধনের পর ভাওয়াইয়া গানে হাতেখড়ি দেওয়া হয় ক্ষুদে শিল্পী সুমাইয়া সরকার শিমুকে। এ সময় ভাওয়াইয়া শিল্পী মনিফ মোস্তাফজি মনকে দোতরায় হাতেখড়ি দেন মোকাদ্দসে আলী।

ভাওয়াইয়া আসরে ভাওয়াইয়া পরিবেশেন করেন ক্লোজআপ ওয়ান শিল্পী সাজু আহমদে, লুতু সরকার, সালমা মোস্তাফিজ, সাহস মোস্তাফিজ প্রমুখ। দোতরা বাজিয়ে শোনান মোকাদ্দসে আলী। তবলার লহর বাজান রাজীব।

ভাওয়াইয়া অঙ্গন ২০০৫ সালে যাত্রা শুরু করে। বর্তমানে সংগঠনটি ঢাকা ও রংপুরে একযোগে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।